সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ব্রিটেনের বাসিন্দা শামীমা বেগম, আই’এস জ’ঙ্গি’দ’লে যোগদান, এখন মু’ল’স্রো’তে ফিরতে ম’রি’য়া

মধ্যবিত্ত পরিবারের ছাপোসা একটা মেয়ে । পূর্ব লন্ডনে পরিবারের সঙ্গে থাকতো তার একমাত্র ধ্যানজ্ঞান ছিল পড়াশোনা। কিন্তু হঠাৎ করে নিজের বাড়ি এবং প্রিয়জনদের ছেড়ে দুই বান্ধবীর সঙ্গে সে চলে আসে সিরিয়ায় । উদ্দেশ্য একটাই বিশ্বের অন্যতম স’ন্ত্রা’সবা’দি সংগঠন আইএসে যোগদান করবেন। তার নাম সামিমা বেগম।

পূর্ব লন্ডনের গ্রীন একাডেমীর ছাত্রী ছিল সে। কিন্তু পড়াশোনা ছেড়ে হঠাৎ জ’ঙ্গি সংগঠনে কেন নামল লেখালো মেধাবী মেয়েটি! দুই বান্ধবীর সুলতানা এবং আমিরার সঙ্গে লন্ডন থেকে সিরিয়া পাড়ি দেয় সে। ২০১৫ সালে তারা তিনজনে যোগদান জ’ঙ্গি সংগঠনে। বদলে যায় তাদের ভাগ্য। ২০১৯ সালে ফেব্রুয়ারি মাসে একটি শরণার্থী শিবিরে সামিমাকে পরিত্যক্ত অবস্থায় খুঁজে পান এক সাংবাদিক।

নিজের দেশে ফিরবার জন্য কাকুতি মিনতি করেছিলেন সামিমা। ওই ব্রিটিশ সংবাদপত্রে নিজের জীবন কাহিনী বর্ণনা করেছিলেন সামিমা। ইংল্যান্ড ছাড়ার পর তার ভীষণ ভালো লেগেছিল স্থির করে নিয়েছিলেন আর কোনদিন দেশে। অথচ সেই মেয়েটি এখন ব্রিটেনে ফিরবার জন্য মরিয়া হয়ে উঠেছেন। তার একটাই দাবি শুধুমাত্র একটি বার তাকে ব্রিটিশ নাগরিকত্ব দেওয়া হোক।

আরো খবর: গ্যারেজ ভ’র্তি দা’মি বিদেশি গাড়ি, কোটি কোটি টাকার বাড়ি, ক’তো সম্পত্তির মা’লি’ক হৃত্বিক রোশন?

জ’ঙ্গি হওয়ার কারণে তার নাগরিকত্ব কেড়ে নিয়েছে ব্রিটিশ সরকার। তিনি সাক্ষাৎকারে জানান আমি মানুষটা এমন নই। জ’ঙ্গি সংগঠনে কাটানো রাতগুলো তার কাছে বিভীষিকার মত। কবে এই জ’ঙ্গি তকমা ঘুচবে তা ভেবে শিহরিত সামিমা। তার ব্যক্তিগত জীবনেও নানান রকম প্রভাব পড়েছে।

সিরিয়াল পালানোর পর সেখানে পর্তুগালের এক জ’ঙ্গি ইয়াগো রিদাইককে বি’য়ে করেন সামিমা। তার কয়েক বছরের মধ্যেই এক শিশুপুত্রের জন্ম দেন কিন্তু সেই শিশুর মৃ’ত্যু হয়। তার আরো দুই সন্তান থাকলেও তারাও অপুষ্টি জনিত কারণে মৃ’ত্যু’ব’রণ করেছে। যার হাত ধরে নতুন জীবন শুরু করেছিলেন তিনি কোথায় জানেন না সামিমা।

কিভাবে এমন জ’ঙ্গি সংগঠনে যুক্ত হলেন তিনি কেনই বা জ’ঙ্গিদের প্রতি অনুরাগ হয়েছিল তার! নিজেকে ঘৃণা করি আমি কাঁদতে কাঁদতে বলেছিলেন সামিমা।তার মগজ ধোলাই করে অপরাধমূলক ক’র্ম’কা’ন্ড করিয়ে নেওয়া হত বলে দাবি করেছেন তিনি এখন তার একটাই ইচ্ছে ব্রিটিশদের সঙ্গে যুক্ত হয়ে আইএস জ’ঙ্গিগোষ্ঠীকে সমূলে বি’না’শ করা। তার আকুল আবেদন একবার তাকে সুযোগ দিক ব্রিটিশ সরকার।