Home রাজ্য ভালোবাসার টা’নে বাংলাদেশ থেকে মেদিনীপুরে পাত্রী! মন্দিরে ধুমধাম করে বি’য়ে

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ভালোবাসার টা’নে বাংলাদেশ থেকে মেদিনীপুরে পাত্রী! মন্দিরে ধুমধাম করে বি’য়ে

ছবি ও তথ্য: নিউজ ১৮ বাংলা

সত্যি ভালোবাসার জন্য যে মানুষ এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে যায় সেটা আবার প্রমাণিত হলো পূর্ব মেদিনীপুরের তমলুকের এক ঘটনার মাধ্যমে।

মাঝেমাঝেই হয়ত সোশ্যাল মিডিয়ার দৌলতে আমরা প্রেমের বিভিন্ন রকম গল্প যা বাস্তবে ঘটে সেগুলোর সামনে আমরা সম্মুখীন হই। সম্প্রতি এরকমই একটি ঘটনা উঠে এসেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।

প্রেমের টানে বাংলাদেশ থেকে ভারত যাত্রা। ২০১৯ সালে গোটা বিশ্ব জুড়ে শুরু হয় করোনার দাপট এবং সেই সময়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রেমের বাতাবরণ তৈরি হয় ভারত এবং বাংলাদেশে।

আরো পড়ুন: অগ্নিপথ নি’য়ে অগ্নিগর্ভ দেশ, এই প্রথম মু’খ খুললেন প্রধানমন্ত্রী মোদি

বেশ কিছুদিন কথাবাত্রা চলার পরে শুরু হয় তাদের প্রেম। অবশেষে সেই প্রেমের টানে এবার বাংলাদেশ থেকে ভারতে ছুটে এসেছে ঝুমা। ঝুমার সাথে প্রেম ছিল ভারতের পূর্ব মেদিনীপুর জেলা তমলুকের ডিমারি হাট এলাকার এক যুবকের সঙ্গে, সেই যুবকের নাম মানুষ মাঝির।

অন্যদিকে পাত্রী অর্থাৎ প্রেমিকা হলো বাংলাদেশের মানিকগঞ্জ জেলার গাজীপুর এলাকার ঝুমা মালব্যপ্রভার। অবশেষে এই প্রেমের টানে এই দীর্ঘ টানাপোড়নের পরে বাংলাদেশ থেকে সোজা হাজির হয় ঝুমা তমলুকে।

জানা গেছে ঝুমার পরিবারকে ঝুমা সব জানায় এবং তারপরেই ঝুমাকে নিয়ে তার পরিবার হাজির হয় ভারতে। দুই পরিবারের লোকজনের সহমতেই ঝুমা এবং মানসের বিয়ে হয়। সরকারি কাগজপত্র অনুযায়ী ঝুমা এবং মানসের পরিবার বাংলাদেশ থেকে ভারতে আসে।

আইনি পদ্ধতিতেও এই বিয়ে সম্পন্ন হয়। বহুদিন ধরে প্রেম করার পর অবশেষে কাছের মানুষকে পেয়ে খুশি মানস এবং ঝুমা। তমলুক এলাকার বর্গভীমা মাকে সাক্ষী রেখে তাদের বিয়ে হয়। আবারো বলা যায় দুই দেশের মিলন ঘটলো।