Home বিনোদন বলিউডে ব’য়’ক’ট সংস্কৃতি ক্ষণস্থায়ী: জাভেদ আখতার

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বলিউডে ব’য়’ক’ট সংস্কৃতি ক্ষণস্থায়ী: জাভেদ আখতার

বলিউডের ক্যানসেল কালচারের প্রতিবাদের সুর শোনা গেল বিশিষ্ট চিত্রনাট্যকার জাভেদ আখতারও গলাতেও। ৬৭ তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের মঞ্চেও বয়কট বলিউডের প্রতিবাদ শোনা গেল। এই ছবি লাল সিং চড্ডার মুক্তির আগেই বিতর্কে জড়িয়েছে । জোরদার হয়েছে বলিউডের ‘ক্যানসেল কালচার’। সেই রেশ পড়েছে ভারতীয় বক্স অফিসেও।

১১ অগাস্ট ছবি মুক্তির পর ২০ দিনের বেশি সময় পাড় হয়ে গিয়েছে। কিন্তু, বক্স অফিসে এখনও ফিরে আমিরি ম্যাজিক।নেটিজেনরা সোশ্যাল মিডিয়ায় শুধু লাল সিং চড্ডাকেই নয়, এই ছবির কলাকুশলীদেরও বয়কটের ডাক দিয়েছে। স্বরা ভাস্কর বয়কট বলিউডের বিরুদ্ধে সরব হয়েছেন। এবার সেই তালিকার নয়া সংযোজন বলিউডের খ্যাতনামা চিত্রনাট্যকার জাভেদ আখতার।

জাভেদ আখতার জানান, এটি একটি ক্ষণস্থায়ী বিষয়। দীর্ঘদিন এটা চলতে পারে না। যদি সিনেমা ভালো না হয়, দর্শকের ভালো না লাগে তাহলে এই বয়কট কালচার মানুষকে প্রভাবিত করবে। কিন্তু, সিনেমা যদি দর্শকের পছন্দ হয় তাহলে এই ট্রেন্ড কোনওভাবেই কাজ করবে না। তাই আমার মনে হয় এই বয়কট বলিউড কালচার কোনও দীর্ঘস্থায়ী অধ্যায় নয়।