সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বিজেপির নবান্ন অভিযান, ভো’গা’ন্তি এড়াতে কোন কোন প’থে যাবেন?

নবান্ন অভিযান, যাকে ঘিরে সকাল থেকেই উত্তেজনার পারদ তুঙ্গে। বিজেপির এই অভিযানের জেরে সকাল থেকে কলকাতার বহু রাস্তার যানজট নিয়ন্ত্রণের কাজ শুরু হয়ে গেছে। জানা গেছে সকাল ১১ টা থেকে দুপুর তিনটে পর্যন্ত যানযট নিয়ন্ত্রণ করা হবে। কলেজ স্ট্রিটে এইরকম অভিযানের ফলে কলকাতার রাস্তায় রাস্তায় যানজটের হওয়ার সম্ভাবনা রয়েছে মনে করা হচ্ছে। এই রকম যানজটের ফলে জনজীবন বিপর্যস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

জানা গেছে বিজেপির ত্রিমুখী নবান্ন অভিযান হবে যার ফলে হাওড়া থেকে আসবে একটি দলের নেতৃত্বে করবেন সুকান্ত মজুমদার, অন্যদিকে সাঁতরাগাছি থেকে আসবে একটি দল যার নেতৃত্ব দেবেন শুভেন্দু অধিকারী, অন্যদিকে কলেজ স্ট্রিটের মিছিলে থাকছেন দিলীপ ঘোষ। এই মিছিলের জেরে সকাল ১১ টা থেকে দুপুর তিনটে পর্যন্ত যান নিয়ন্ত্রণ চলবে কলেজস্ট্রিট এবং এনসি রোডে যার ফলে বিকল্প রাস্তা হিসেবে সাধারণ মানুষকে বেছে নিতে হবে লেনিন সরণি এবং মৌলালি।

অন্যদিকে এমজি রোড নিয়ন্ত্রণ করা হবে দুপুর ১২ টা থেকে, যার ফলে এমজি রোডের বিকল্প রাস্তা হবে এজেসি বোস রোড। এই মিছিলের ফলে বন্ধ থাকবে স্ট্যান্ড রোড যার বিকল্প হিসেবে থাকছে কিংসওয়ে, অন্যদিকে সকাল ৮ থেকে বন্ধ থাকার কথা দ্বিতীয় হুগলি সেতু যার ফলে বিকল্প রাস্তা হিসেবে ব্যবহার করতে হবে সাধারণ মানুষকে এজসি বোস রোড। লালবাজারে তরফ থেকে খবর সূত্রে জানা গেছে সকাল থেকে বিভিন্ন জায়গা থেকে ছোট ছোট বিজেপির মিছিল শহরে এসেছে কিন্তু তবুও যান চলাচল স্বাভাবিক রয়েছে।

আরো পড়ুন: এশিয়া কাপে প্র’চা’রে আসেন এই আফগান সু’ন্দ’রী, ই’চ্ছে বলিউডে পা রাখার

মিছিলের পর গতিপ্রকৃতি দেখেই এই যানজটের নিয়ন্ত্রণ করা হবে। অন্যদিকে সোমবার থেকেই বাঁকুড়া ষ্টেশনে বিজেপি কর্মীদের জমায়েত শুরু হয় স্টেশন চত্বরের বাইরে বিজেপি কর্মীদের জন্য তৈরি করা হয় একটি ক্যাম্প।

সাধারণত বিজেপি কর্মীদের বিভিন্ন সুবিধা দেওয়ার জন্য এই ক্যাম্প তৈরি করা হয়েছে তবে এর পরবর্তীকালে সদর থানা থেকে বাঁকুড়া ষ্টেশনে পৌঁছায় পুলিশ এবং বিজেপির এই অভিযানে তারা বাঁধা দেয় যার ফলে কথা কাটাকাটি শুরু হলে চারজন বিজেপি কর্মীকে সেখান থেকে তুলে নিয়ে আসা হয় থানায়। আপাতত সেই চারজন বিজেপি সমর্থক থানাতেই রয়েছে বলে জানা গেছে অন্যদিকে বাকি কর্মীসমর্থকরা নবান্নের উদ্দেশ্যে রওনা দিয়েছে।