সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পাখিরা হাই ভো’ল্টে’জ তারে খু’ব সহজেই ব’সে থাকে, কিন্তু কিভাবে স’ম্ভ’ব?

আচ্ছা কখনো মনে প্রশ্ন জাগে না, পাখিরা বৈদ্যুতিক তারে কিভাবে আরামে বসে থাকতে পারে। আমরা যদি বৈদ্যুতিক তারে হাত দিয়ে দিই তাহলে কারেন্ট অনুভব করি কিন্তু সেই একইভাবে কি করে পাখিরা বৈদ্যুতিক তারে বসে থাকতে পারে ঘন্টার পর ঘন্টা। তবে বাদুর যদি কারেন্টের তারে ঝুলে থাকে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে মারা যায়।

কেন হচ্ছে এই প্রকারভেদ? কি বলছে বিজ্ঞান? পাখিদের মধ্যে কি সত্যি কোনো আলাদা ক্ষমতা থাকে? জেনে নেওয়া যাক কেন পাখিরা বিদ্যুৎপৃষ্ঠ হয়ে যায় না। ছোটবেলা থেকেই আমরা দেখে আসছি পাখিরা বৈদ্যুতিক তারে বসলে কারেন্ট অনুভব করে না। অনায়াসে তারে বসে আরাম উপভোগ করে এর পেছনে রয়েছে একটি সরল বিজ্ঞান।

আসলে পাখিরা বসে শুধুমাত্র একটি তারে। যদি দুটি তারে একসাথে বসে তাহলে কিন্তু বিদ্যুৎ হয়ে মরে যাবে। যদিও এমন ঘটনা সচরাচর দেখা যায় না। তবে বাঁদরের ক্ষেত্রে এমন হয় কারণ বাদুর যখন উল্টো দিকে ঝুলে থাকে তখন দুটি বড় ডানা কোনো না কোনোভাবে অন্য তার ছুঁয়ে যায় যার ফলে বাদুড় সঙ্গে সঙ্গে মারা যায়।

আরো পড়ুন: দেশের একমা’ত্র স্টেশন যে’খা’নে পা রাখলে দে’খা’তে হ’বে পাকিস্তানি ভিসা

আসলে বাদুর অন্যান্য পাখির মতো সোজা হয়ে বসতে পারেনা তাই ভুলবশত একসঙ্গে দুটি তার স্পর্শ করে ফেলে। একটি বৈদ্যুতিক সার্কিট সম্পন্ন তখনই হয় যখন উভয় তার মিলিত হয়। যেমন দেখবেন একটি তার দিয়ে কখনো বাড়িতে কোন বৈদ্যুতিক জিনিস চালানো যায় না যখন দুটি তার একসঙ্গে জুড়ে যায় তখনই বৈদ্যুতিক জিনিস চালানো যায়। এখানেও ঠিক একই প্রক্রিয়া কাজ করে।