সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সাধারণের করের টা’কা’য় “সবুজ সাথী” প্র’ক’ল্পে’র সাইকেল বি’ক্রি হচ্ছে ওজন দ’রে

রাজ্যের প্রত্যেক পড়ুয়া যাতে প্রতিদিন নির্দিষ্ট সময়ে বিনা খরচে স্কুলে আসতে পারে তার জন্য সবুজ সাথী প্রকল্পের আওতায় পড়ুয়াদের বিনামূল্যে সাইকেল প্রদান করেছে রাজ্য সরকার। এই প্রকল্পের আওতায় গ্রাম শহর নির্বিশেষে পড়ুয়ারা সাইকেল পেয়েছেন। তবে সবুজ সাথী প্রকল্পের আওতায় পাওয়া এই সাইকেল অত্যন্ত নিম্নমানের বলে দাবি করছেন পড়ুয়াদের একাংশ। যা বারবার খারাপ হয়ে যায়।

সবুজ সাথী প্রকল্পের আওতায় পাওয়া সাইকেল যেন হাতি পোষার মত ঠেকছে পড়ুয়াদের। এত নিম্নমানের সাইকেল বারবার খারাপ হয়ে যাচ্ছে। স্কুল থেকে এনে চালানোর আগে সারাই করতে হচ্ছে। তাই শেষমেষ সরকারের তরফ থেকে পাওয়া সাইকেল ভাঙাচোরা কারবারিদের কাছে বিক্রি করে দিচ্ছেন পড়ুয়ারা। রানাঘাট এক নম্বর ব্লকের তারাপুর অঞ্চলের ছাত্র ছাত্রীরা এই অভিযোগ তুলেছেন। 200 থেকে 250 টাকায় ভাঙ্গাচোরার কারবারিদের কাছে সাইকেল বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন তারা।

প্রায় প্রতি মাসেই সাইকেল খারাপ হয়ে যাচ্ছে। স্কুল থেকে নিয়ে আসার পর কয়েক মাসের মধ্যেই সাইকেল বিকল হয়ে যাচ্ছে। এমন বিকল সাইকেল বাড়িতে না রেখে বিক্রি করে দেওয়াই ঠিক বিবেচনা করছেন পড়ুয়ারা। বিষয়টি স্থানীয় তৃণমূল নেতাকে জানানো হয়েছে। তিনি এই ঘটনাটি প্রশাসনের কানে তুলবেন বলে আশ্বাস দিয়েছেন।