সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

গুজরাটে’র নতুন মু’খ্য’ম’ন্ত্রী হিসেবে ম’স’ন’দ দ’খ’ল করে নিল ভূপেন্দ্র পাটেল

গুজরাটের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে মসনদ দখল করে নিলে ভূপেন্দ্র পাটেল

প্রকাশিত হলো গুজরাটের নতুন মুখ্যমন্ত্রীর নাম। নিতিন পাটেল, মনসুখ মান্ডব্য ও পুরুষোত্তম রূপালাকে ঘটিয়ে গুজরাটের মসনদ দখল করে নিলে ভূপেন্দ্র পাটেল। রবিবার পরিষদীয় দলের তরফ থেকে বেছে নেওয়া হলো ভূপেন্দ্র পাটেলকে। মোদি এবং অমিত শাহের ইচ্ছেতে রবিবার গুজরাটের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করা হলো তার নাম। গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী রুপানীকে সরিয়ে মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলাতে চলেছেন তিনি।

ঘাটলোদিয়া আসনে বিধায়ক হলেন ভূপেন্দ্র পাটেল। এই কেন্দ্রের প্রাক্তন বিধায়ক ছিলেন আনন্দিবেন পাটেল। এরপর তিনি আমদাবাদ পুরসভার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হয়েছিলেন। এছাড়াও আমেদাবাদ শহর অঞ্চলের উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছিল তাকে। বিজয় রুপানী তার মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার পর কেন্দ্রের তরফ থেকে ভূপেন্দ্র পাটেলকেই বেছে নেওয়া হলো।

গুজরাটের বিধানসভা নির্বাচনের ১৫ মাস আগেই মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান বিজয় রুপানী। গত শনিবার তিনি তার মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দেন। এবার গুজরাটের নতুন মুখ্যমন্ত্রী কে হবে সেই নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য গান্ধীনগরে কমলম কার্যালয়ে বৈঠকে বসেন বিজেপি বিধায়করা। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যে বিজেপির সভাপতি সিআর পাটিল,বিজয় রূপাণী, উপমুখ্যমন্ত্রী নিতিন পটেল ও কেন্দ্রীয় পর্যবেক্ষক নরেন্দ্র সিং তোমর, প্রহ্লাদ জোশী ও তরুণ চুগ। সকলের সম্মিলিত অনুমোদনে ভূপেন্দ্র পাটেলের নাম চূড়ান্ত হয়।

উল্লেখ্য ভূপেন্দ্র পাটেল পাতিদার সম্প্রদায়ের মানুষ। বিধানসভা নির্বাচনের আগে পাতিদার সম্প্রদায়ের মানুষদের সমর্থন লাভের উদ্দেশ্যেই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সিদ্ধান্ত নিয়েছেন তা আর আলাদা করে বলে দেওয়ার অপেক্ষা রাখে না।