সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পা’চা’র হও’য়ায় আ’গে ২৮টি টিয়া ও ২১টি ময়না পাখি উ’দ্ধা’র ক’র’ল টুকরিয়া’ঝাড় বন’বিভাগ

পাচার হওয়ায় আগে ২৮টি টিয়া ও ২১টি ময়না পাখি উদ্ধার করল টুকরিয়াঝাড় বনবিভাগ

শনিবার রাতে গো’প’ন সূত্রের খবরের ভিত্তিতে নকশালবাড়ির টুকরিয়াঝাড় বনবিভাগের কর্মীরা কালুয়া জোতে অভিযান চালায়। এরপর সেখান থেকে টিয়া ও ময়না পাখি উ’দ্ধা’র করে। যদিও বনকর্মীদের উপস্থিত বুঝতে পেরে পা’লি’য়ে যায় পা’চা’র’কা’রী’রা।

বনদপ্তর সূত্রে জানা গিয়েছে ২৮টি টিয়া ও ২১টি ময়না পাখি উদ্ধার হয়েছে। এর পাশাপাশি দুটি মোটরসাইকেল বা’জে’য়া’প্ত করা হয়েছে।

বনকর্মীদের প্রাথমিক অনুমান টিয়া ও ময়না পাখি শিকার করার পর বিহারে পাচারের ছক ছিল পাচারকারীদের। উ’দ্ধা’র হওয়া টিয়া ও ময়না পাখিগুলিকে মহানন্দা অভ‍্যয়ারণ‍্যে ছাড়া হবে।