সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বি’ভি’ন্ন দা’বি নি’য়ে জেলা’শাসকে’র কা’ছে ডে’পু’টে’শ’ন দি’ল বেয়ার’ফুট টেক’নিশিয়ান অ্যা’সো’সিয়েশন

বিভিন্ন দাবি নিয়ে জেলাশাসকের কাছে ডেপুটেশন দিল বেয়ারফুট টেকনিশিয়ান অ্যাসোসিয়েশন

মালদা,৩০ আগস্ট : শহরে বিক্ষোভ মিছিল করে জেলা শাসকের কাছে ডেপুটেশন দিল পশ্চিমবঙ্গ বেয়ারফুট টেকনিশিয়ান অ্যাসোসিয়েশনের মালদা জেলা কমিটি। মঙ্গলবার দুপুর একটা নাগাদ মালদা শহরের বৃন্দাবনী ময়দান এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন সংগঠনের সদস্যরা। বিভিন্ন দাবি লেখা প্লাকার্ড, ফেস্টুন নিয়ে সংগঠনের সদস্যরা মিছিলে অংশ নেন।

বিক্ষোভ মিছিল শেষ হয় মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে। সেখানে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখান তারা। পরিস্থিতি সামাল দিতে সেখানে মোতায়েন ছিল ইংরেজ বাজার থানার পুলিশ। পরে তারা তাদের দাবি সনদ জেলাশাসকের কাছে তুলে দেন।
ভিক্ষোভকারীদের অভিযোগ, গত ২০১৯ সালে বেয়ার ফুট টেকনিশিয়ান পদে তাদের নিয়োগ করা হয়। একমাস বেতন দিলেও আর বেতন পানি তারা।

গত ১৪ মাস ধরে তাদের বেতন আটকে রয়েছে। গ্রাম পঞ্চায়েতের এম জি এন আর ই জি এস কাজের বিভিন্ন বিষয় দেখাশোনা করা। বর্তমানে তারা সেই কাজ করে যাচ্ছেন। তারা জানিয়েছেন মালদা জেলায় মোট ১৯২ জন এই পদে নিয়োগ হয়েছেন।
এদিন বকেয়া টাকার দাবিতে তারা বিক্ষোভ মিছিলে সামিল হন।

তাদের দাবি পূরণ না হলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনের ডাক দিবে বলেও জানিয়েছেন তারা।