সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বাংলায় প্রথম ছু’ট’বে বন্দেভারত, কতো টাকা ভা’ড়া হবে? কি বলছে রেল?

ইতিমধ্যেই ঘোষণা হয়ে গেছে যে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন পেতে চলেছে রাজ্য, হাওড়া থেকে এন জি পি পর্যন্ত চলবে, আর ট্রেনের উদ্বোধন করবে প্রধানমন্ত্রীর হাত ধরেই। মনে করা হচ্ছে আগামী ৩০ ডিসেম্বর এই ট্রেন উদ্বোধন হতে চলেছে বাংলায়। ইতিমধ্যেই ট্রেনের টাইম টেবিল নিয়ে সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল।

তারা সম্ভাব্য সময় সূচী প্রকাশ করেছে, সেখানেই জানা যাচ্ছে ট্রেন সপ্তাহে ৬ দিন চলাচল করবে, এই দ্রুত গামী ট্রেন হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি যাওয়ার পথে কেবলমাত্র ২ টি হল্ট দেবে, তার মধ্যে থাকবে বোল্পুর ও মালদা। স্বাভাবিক ভাবেই এই দ্রুত ট্রেন যদি হাওড়া থেকে কলকাতা যাতায়াত করে তাহলে যাত্রীদের সময় বেচে যাবে অনেকটাই।

খুব কম সময়ের মধ্যে এই ট্রেন যাত্রীদের পৌছে দেবে তাদের গন্তব্যে। সাধারণ ১২ ঘন্টা সময় লাগে সেখানে এই ট্রেন মাত্র ৮ ঘন্টায় এই দূরত্ব অতিক্রম করবে। এই রুটে যাতায়াত করতে যে ভাড়া নির্ধারিত করা হয়েছে সেটা দুই ভাগে ভাগ করা হবে বলেই মনে করা হচ্ছে।

আরো খবর: স্বপ্নের বাড়ি বানিয়েছিলেন, গৃহপ্র’বে’শ করার আগেই বি’দা’য় জানালেন সিকিমে দুর্ঘটনায় মৃ’ত জওয়ান

বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন পুরোটাই এসি।তাই এসি চেয়ার কারের ভাড়া নির্ধারণ করা হতে পারে ১৬৩০ টাকা ও এক্সক্লুসিভ ক্লাসের ভাড়া হতে পারে ৩০১৫ টাকা। তবে সময় সূচী নিয়ে অনেকের মনে প্রশ্ন রয়েছে, কারণ সেটা নাকি অনেকের পছন্দ হয় নি।

সূত্রের মাধ্যমে জানা যাচ্ছে হাওড়া থকে এই ট্রেন ছাড়বে ভোড় ৫.৫০ মিনিটে, সেটি মালদায় পৌছাবে ১০.৪৫ মিনিটে, আর সেটা এন যে পিতে পৌঁছাবে ১.৫০ মিনিটে। আবার ডাউন ট্রেন এন যে পি থেকে ছাড়বে দুপুর ২.৫০ নাগাদ, মালদায় পৌঁছাবে ৫.৫৫ মিনিটে ও হাওড়ায় পৌঁছাবে রাত ১০.৫০ মিনিটে।