সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

Baba Vanga: ভারতে ফের পঙ্গপালের হা’না হ’তে পারে, আসবে আ’রো প্রা’ণ’ঘা’তী ভা’ই’রা’স!

গত বছর মহামারী করোনার সঙ্গে লড়াই শুরু করেছিলাম আমরা যা আজও অব্যাহত। এই লড়াইয়ের ইতিহাস হয়তো আমরা কেউ ভুলতে পারবোনা। গোটা বিশ্বের কাছে এই বছর বিভীষিকা ছিল। আগামী বছর যাতে সকলের ভালভাবে কাটে সেই কামনাই করি আমরা। কিন্তু আগামী বছরে ও নাকি খুব একটা ভালো সময় কাটবে না আমাদের তেমনটাই বলছেন ভাঙ্গেলিয়া পান্দেভা গুস্তেরভো। যিনি সম্পূর্ন বিশ্বের কাছে বাবা ভাঙ্গা নামে পরিচিত। আজ পর্যন্ত বহু ঘটনার ভবিষ্যৎবাণী দিয়েছে এবং তা অক্ষরে অক্ষরে মিলে গেছে।

এই বাবা ভাঙ্গা জন্মান্ধ। কিন্তু আজ পর্যন্ত তিনি যা ভবিষ্যৎ বাণী দিয়েছেন তা অক্ষরে অক্ষরে মিলে গেছে বহুবার। 2004 সালের সুনামির আগে তিনি ভবিষ্যদ্বাণী করেছিলেন যা অক্ষরে অক্ষরে মিলে গিয়েছিল। করোনার ভবিষ্যদ্বাণীও তিনি দিয়েছিলেন। সম্প্রতি তিনি আগামী বছরের জন্য এমন একটি ভবিষ্যদ্বাণী করেছেন যা সত্যিই সকলের জন্য আরও একবার চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

ইতিমধ্যেই সাইবেরিয়াতে একটি ভাইরাসের খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা। বাবার আগাম সতর্কবার্তা অনুযায়ী আগামী বছর এমন একটি ভাইরাসের খোঁজ পাওয়া যাবে যা প্রাণঘাতী হতে পারে। পরিস্থিতি বেরিয়ে যাবে হাতের নাগাল থেকে। আগামী বছর বহু দেশে জল সংকট দেখা দিতে পারে তেমনি ভবিষ্যৎ করেছেন। এখানেই শেষ নয়, ভারতের উষ্ণায়নের সতর্কবার্তাও দিয়েছেন তিনি। তাপমাত্রা আস্তে আস্তে ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাবার আভাস দিয়েছেন তিনি। ভারতী আরো একবার হতে পারে পঙ্গপালের আক্রমণ, তান পড়তে পারে ভারতের খাদ্য ভাণ্ডারে। বেড়ে যেতে পারে সমস্ত খাদ্য সামগ্রীর দাম।