সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রাত গড়ালেই পুরভোট, তার আগেই বো’মা ফাঁ’ট’লো কলকাতা শহরে

কলকাতা পুরভোট হবে এই রবিবার। গোটা কলকাতা শহর কিন্তু তার আগেই বোমের আওয়াজে কেঁপে উঠল। আতঙ্ক ছড়াল বালিগঞ্জ প্লেস এলাকায়। জমজমাট পরিবেশ স্তব্ধ হয়ে গেল হঠাৎ করে।

কলকাতা পুরভোটের আগে এমন ঘটনায় রীতিমতো ভীত এলাকাবাসী। আচমকাই শুক্রবার রাত ১১ টা বেজে ২৫ মিনিটে ১৯এ, বালিগঞ্জ প্লেস এলাকার বুলি চ্যাটার্জির বাড়ির সামনে বোমাবাজির ঘটনা ঘটে। বিকট শব্দ শুনে বাইরে বেরিয়ে এসে এলাকাবাসী দেখে ধোঁয়া উড়ছে। সেই সময় বাড়ির ছাদে হাঁটছিলেন বুলি চ্যাটার্জি। সেই সময় তিনি শুনতে পান তাঁর নাম ধরে কেউ ডাকছে।

এগিয়ে যেতেই তিনি দেখেন, বাইকে তিনজন ব্যক্তি গালিগালাজ করে তাঁর বাড়ির সামনে দুটি বোমা মেরে পালিয়ে যায়। এবিষয়ে বুলি চ্যাটার্জি বলেন, ‘তৃণমূলের একজন কর্মী হয়েও, ভোটের লিস্ট বেরোনোর পর অভিমান হওয়ায় কাজ করিনি। তনিমাদিকে সমর্থন করার কারণেই এই বোমাবাজি হয়েছে আমার বাড়ির সামনে’।

বালিগঞ্জ প্লেসের এক বাড়ির দারোয়ান শচীন্দ্রর সিং জানান, ‘রাতে তখন ঘুমাচ্ছিলাম। হঠাৎ একটা বিকট শব্দে ঘুম ভেঙে যেতেই বাইরে এসে দেখি চেঁচামেচি হচ্ছে এবং ধোঁয়া উড়ছে। আর কিছুটা দূরেই একটা বোমা পড়ে রয়েছে’।