সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

যেন-তেনো প্র’কা’রে এই রাশির জাতক-জাতিকারা লাইমলাইটে থা’ক’তে প’ছ’ন্দ করেন, আপনিও আছেন কি?

জ্যোতিষশাস্ত্রে মোট ১২ টি রাশি আছে। প্রতিটি রাশির জাতকদের নিজস্ব স্বভাব এবং ব্যক্তিত্ব থাকে। সেগুলির মধ্যে কয়েকটি রাশি আছে, যে রাশির জাতকদের আশেপাশে থাকতে মানুষ পছন্দ করে। এই রাশির জাতক-জাতিকারা সব সময়েই থাকেন অন্যের আকর্ষণের কেন্দ্রে। এঁরা খুব সৌভাগ্যবান ব্যক্তি হন। মনে করা হয়, এঁরা একরকম ম্যাজিকাল ক্ষমতা নিয়েই জন্ম গ্রহণ করেন। একনজরে জেনে নিন সেই রাশিগুলির বিষয়ে –

১) মেষ (Aries): এই রাশির জাতকরা খুব আত্মবিশ্বাসী। এঁরা নিজেদের আচরণ নিয়ে সদাসর্বদা সচেতন থাকেন। এঁরা চৌম্বকীয় ব্যক্তিত্বের অধিকারী। এঁদের সবাই পছন্দ করেন এবং এঁরা আকর্ষণের কেন্দ্রে থাকেন। এঁরা খুব বুদ্ধিমান হন।

২) সিংহ (Leo): সিংহ রাশির জাতক ও জাতিকারা খুব যত্নশীল, সাহসী এবং দয়ালু হন। ফলে সবাই এঁদের প্রতি আকর্ষিত হয়। কিন্তু এঁরা মাঝে মাঝে শালীনতার সীমা লঙ্ঘন করে ফেলেন। সেটা সবার পছন্দ নয়। কিন্তু এই রাশির জাতক ও জাতিকাদের একটি বিশেষ গুণ হল – এঁদের যদি কেউ খুব বেশি গুরুত্ব দেয় তাহলে এঁরাও অন্যকে সমান গুরুত্ব দিয়ে থাকেন এবং সর্বদা তাদের পাশে থাকার চেষ্টা করেন।

৩) তুলা (Libra): এই রাশির স্বভাব আবার খানিকটা অন্যরকম। নিজেরা প্রশংসা পাবেন বলে এই রাশির জাতক-জাতিকারা অন্যদের খুব বেশি প্রশংসা করে থাকেন। এঁরা অন্যদের মনোযোগ পাওয়ার চেষ্টা করেন। এঁরা নিজেদের কাজের প্রতি খুবই আত্মবিশ্বাসী হন। এঁরা সবসময় সেই কাজই করতে চান যে কাজে এঁরা ভীষণ পারদর্শী হন।

৪) বৃশ্চিক (Scorpio): এই রাশির জাতক-জাতিকারাও তুলা রাশির মতো প্রশংসা পাওয়ার জন্য অন্য পন্থা অবলম্বন করেন। এঁরা সাজিয়ে গুছিয়ে কথা বলতে ওস্তাদ। তাই এঁরা সরাসরি কারও মনোযোগ আকর্ষণ করেন না। এমনভাবে গুছিয়ে কথা বলেন যে অন্যরা প্রভাবিত হয়ে যায়। তবে এঁরা খুব একটা খোলামেলা স্বভাবের হন না। তাই বেশিরভাগ মানুষ এঁদের সঙ্গ এড়িয়ে চলেন।

৫) মিথুন (Gemini): মিথুন রাশির জাতক ও জাতিকারা বরাবরই সুস্বাস্থ্য ও সৌন্দর্যের অধিকারী। তাই তাঁরা সর্বদাই আকর্ষণের কেন্দ্রে থাকেন। তাঁদের প্রতি অন্যদের স্বাভাবিক। এঁরা খুব হাসিখুশি হন। সকলের সাথে মজা করতে ভালোবাসেন। এঁরাও খুব বুদ্ধিমান হন। নিজেদের বুদ্ধিমত্তা ও যোগাযোগের ক্ষমতা দিয়ে যে কারোর সাথে খুব সহজেই বন্ধুত্ব করে নেন। এদের ভালোর সাথে খারাপ গুণও থাকে। এঁরা লোকজনকে খুব ছোট করেন। অনেক সময় মজা ঠাট্টার আড়ালে এঁরা সূক্ষ্ম বিদ্রুপের তির বিঁধিয়ে দেন। তাই অনেকেই আবার এঁদের এড়িয়ে চলতে পছন্দ করেন।