সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

প্রতিটি কা’জে’ই বা’ধা পাচ্ছেন আপনি? বাড়িতে এই জিনিসটি অবশ্যই রা’খু’ন, ঘুরবে ভা’গ্য

মানুষের জীবনে সব কাজেই কিছু না কিছু বাধা ঘিরে ধরে। তাহলে আপনি বাড়িতে রাখুন এই একটা জিনিস, মুহূর্তে ঘুরবে ভাগ্যের চাকা।প্রতিদিন সকালে ও সন্ধ্যায় তুলসী গাছের সামনে পুজো করা গৃহস্থের পক্ষে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তাই তুলসী মঞ্চে ও তুলসী গাছের সামনে প্রদীপ জ্বালানোর রীতি প্রচলিত রয়েছে।

এই রীতি গুলি জীবনে সুখ ও সমৃদ্ধি লাভ করতে তুলসী পুজোর সময় মেনে চলুন।

তুলসী গাছ কে বাস্তুর জন্য অত্যন্ত শুভ বলা হয়। তুলসীকে লক্ষীর অবতার বলে মনে করা হয়।

এছাড়া যে বাড়িতে তুলসী গাছ আছে এবং নিয়মিত তার পুজো করা হয়, সেই বাড়িতে  সুখ ও সমৃদ্ধি বজায় থাকে।

তবে, সঠিক নিয়ম মেনে তবেই বাস্তু তে তুলসী গাছ রাখতে হলে, অন্যথায় হতে পারে মহা বিপদ।এর জন্য প্রতিদিন সকালে তুলসী গাছে ধূপ ও প্রদীপ দান করে পুজো করুন।

প্রতিদিন তুলসী গাছের গোড়ায় জল দিয়ে শ্রীকৃষ্ণের নাম জপ করুন। তুলসী গাছের সামনে খাঁটি ঘি দিয়ে একটি প্রদীপ জ্বালান।

প্রদীপ দেখিয়ে তিন থেকে পাঁচবার গাছটি প্রদক্ষিণ করুন। সন্ধ্যের পর তুলসী গাছ স্পর্শ করা যাবে না।বিশেষ কিছু তিথিতে তুলসী পাতা তোলা যাবে না। একাদশী, সূর্যগ্রহণ এই দিনগুলিতে কোনও ভাবেই তুলসী পাতা ছেঁড়া চলবে না।