সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

হটাৎ অ’সু’স্থ হ’য়ে পড়লেন অনুব্রত মন্ডল, ভ’র্তি SSKM হাসপাতালে

হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন অনুব্রত মণ্ডল। বুধবার দুপুরে তাকে এসএসকেএম হাসপাতালে উডর্বান ওয়ার্ডে চেকআপের জন্য নিয়ে যাওয়া হয়েছে। সার্জারি এবং মেডিসিন বিভাগের চিকিৎসকরা তার দেখাশোনা করছেন। প্রয়োজনে অন্যান্য বিভাগের চিকিৎসকের পরামর্শ নেওয়া হবে বলে জানানো হয়েছে। দীর্ঘদিন যাবৎ তিনি শারীরিক সমস্যায় ভুগছেন বলে জানাচ্ছেন ঘনিষ্ঠরা।

ঘনিষ্ঠদের তরফ থেকে জানা গিয়েছে কোলেস্টেরল এবং রক্তচাপ বৃদ্ধি জনিত সমস্যা রয়েছে অনুব্রত মণ্ডলের। উল্লেখ্য সিবিআইয়ের হাত থেকে বাঁচার জন্য রক্ষাকবচ চেয়ে সম্প্রতি আদালতের দ্বারস্থ হয়েছিলেন অনুব্রত মণ্ডল। 3 রা ফেব্রুয়ারি সিবিআই তাকে ভোট পরবর্তী হিংসা মামলায় তলব করে পাঠিয়েছে। 31 শে জানুয়ারি এই মর্মে তার কাছে নোটিশ এসে পৌঁছায়।

Anubrata Mandal in SSKM

বৃহস্পতিবার সিবিআই ক্যাম্পে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছিল তাকে। কিন্তু সেই নোটিশকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি হাইকোর্টের দ্বারস্থ হন। বৃহস্পতিবার সকাল 10:30 নাগাদ এই মামলার শুনানি হওয়ার কথা আছে। উল্লেখ্য এর আগে বীরভূমের ইলামবাজারের গোপালনগরে বিজেপি কর্মী খুনের মামলায় তৃণমূলের এই হেভিওয়েট নেতাকে তলব করেছিল সিবিআই।

অসুস্থতার কথা বলে তখনও হাজির থাকতে পারবেন না বলে জানিয়ে দিয়েছিলেন অনুব্রত মণ্ডল। এই নিয়ে বিরোধীদের কাছে সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাকে। উল্লেখ্য বিধানসভা ভোটের ফল প্রকাশের পর গোপালনগর গ্রামে গৌরব সরকার নামের এক বিজেপি কর্মীকে পিটিয়ে খুন করা হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযোগের আঙুল উঠেছে তৃণমূলের দিকে।