সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বিনোদনের অপর না’ম মদন মিত্র, মডেলদের সাথে হা’তে হা’ত রে’খে র‍্যাম্প ও’য়া’ক বিধায়কের, তু’মু’ল ভাইরাল

বর্তমানে অনেকেই মেক-আপ আর্টকে বেছে নিয়েছেন নিজেদের পেশা হিসেবে। এইসব রূপটান শিল্পীদের বিশেষ সম্মান দেওয়ার কথাও ঘোষণা করেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। নেতাজি ইনডোর স্টেডিয়ামে এই সম্পর্কিত এক প্রোগ্রামে উপস্থিত হয়েছিলেন মদন মিত্র। শুধু বিশেষ সম্মানই নয়, এদিন রূপটান শিল্পীদের সজ্জায় সেজে ওঠা মডেলদের নিয়ে র‍্যাম্প ওয়াকও করেছেন বিধায়ক।

এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ‘গ্লোরিয়াস মেকআপ আর্টিস্ট অ্যাওয়ার্ড শো’-এর পক্ষ থেকে। অনুষ্ঠানটিতে সহায়তা করেছেন শুভব্রত বিশ্বাস। এদিন মদন মিত্রের সাথে মঞ্চে উপস্থিত থাকতে দেখা গিয়েছে সদ্য বিজেপি ছেড়ে আসা রাজীব বন্দ্যোপাধ্যায়কেও। এদিনের অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী তৃণা সাহা, মিস ইউনিভার্স ইন্ডিয়া উষসী সেনগুপ্ত, রূপটান শিল্পী সুরজিৎ দত্ত ও অমিত কর্মকার।

রূপটান শিল্পীরা লাইমলাইটে আসার সুযোগ পান না। বরাবরই তারা আড়ালে থাকেন। কিন্তু তারা ছাড়া ফ্যাশন দুনিয়া অচল। তাদের হাতের জাদুতেই বিনোদন থেকে শুরু করে ফ্যাশন দুনিয়ার তারকারা সেজে ওঠেন। ফুটিয়ে তোলেন তাদের নিজস্ব পরিচয়। এবার গত ৭ই নভেম্বর তাঁদের প্রকাশ্যে আনেন সংস্থার অন্যতম প্রতিনিধি মুনমুন দাস, মোনা দাস। এই প্রসঙ্গে মোনা দাসের বক্তব্য, “শিল্পীরা এখনও সমাজে যথাযথ সম্মান পান না। আম নিজেও একজন রূপটান শিল্পী।

এই কারণেই রূপটান শিল্পীদের যথাযথ সম্মান জানানোর চেষ্টায় রয়েছি।” উদ্যোক্তাদের এহেন উদ্যোগের অনেকেই প্রশংসা করেছেন। এদিন রাজ্যের নানা প্রান্ত থেকে এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রূপটান শিল্পীরা। তাঁদের জন্য আয়োজন করা হয়েছিল এক প্রতিযোগিতার এবং সেখানে তাঁদের হাতে সেজে উঠেছিলেন নানান মডেলরা। প্রতিযোগিতার পর সকলের মধ্যে থেকে বেছে নেওয়া হয়েছিল সেরা শিল্পীদের। পুরস্কার স্বরূপ তাদের হাতে তুলে দেওয়া হয়েছে নগদ অর্থ। এমনকি তাদের বিনোদন দুনিয়ায় কাজের সুযোগ করে দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।