সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

চিতাবাঘের সামনে প’ড়’লে’ও একটুর র’ক্ষা পেলো দুই ভাই, কেক বাঁ’চি’য়ে দি’লো প্রা’ণ

জন্মদিনেই কার্যত চিতাবাঘের হাতে পড়ে হতে পারতো মৃত্যুর দিন। তবে প্রাণ বাঁচিয়ে দিল জন্মদিনের কেক। ঘটনাটি ঘটেছে সুদূর মধ্যপ্রদেশে। মধ্য প্রদেশের ভোপালের গোরাগিয়া গ্রামের বাসিন্দা দুই ভাই সাবির ও ফিরোজ। ভাইয়ের জন্মদিনের কেক আনার জন্য মোটর বাইকে করে সাবিরকে সঙ্গে নিয়েই নেপানগরে গিয়েছিলেন ফিরোজ। তবে তারা ঘুণাক্ষরেও টের পায়নি যে কেক নিয়ে ফেরার পথে সাক্ষাৎ মৃত্যুর দূতের সঙ্গে সাক্ষাৎ হতে পারে তাদের।

বাইকে যাওয়ার পথেই আচমকা একটি চিতা বাঘ দুই ভাইকে লক্ষ্য করে আক্রমণ করে বসে। রাস্তার পাশের আখের খেত থেকে বেরিয়ে এসেছিল সেটি। চিতাবাঘকে দেখেই প্রাণপণে বাইক ছুটিয়ে পালানোর চেষ্টা করে দুই ভাই। তবে চিতাবাঘের গতির সঙ্গে পাল্লা দেবার সামর্থ ছিল না বাইকের। যে কারণে চিতাবাঘটি প্রায় বাইকের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। এমনকি পেছনে বসে থাকা সাবিরকে লক্ষ্য থাবা বসাতে থাকে সে।

তৃতীয়বার থাবা বসানোর চেষ্টা করতেই ভাগ্যক্রমে তা পরে যুবকের হাতে থাকা কেকের বাক্সের উপর। এরপর সাবির চিতাবাঘটিকে লক্ষ্য করে তারদিকে কেকের বাক্স ছুড়ে মারেন। কয়েক মুহূর্তের জন্য হতভম্ব হয়ে পড়ে ওই চিতাবাঘ। আর এই সময়টুকু সম্পূর্ণ ভাবে কাজে লাগায় ওই দুই ভাই। প্রাণপণে বাইক ছুটিয়ে তারা প্রাণে রক্ষা পান। সবটাই হয়েছে ওই জন্মদিনের কেকের জন্য।