সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রী’তি’ম’তো ট্রেন্ডিংয়ে বাদাম কাকু, ক’তো স’ম্প’ত্তি’র মালিক ভুবন বাদ্যকর

ভাগ্য মানুষকে কোথায় গিয়ে দাড় করায় কেউ জানে না। বহু দিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটি গান তোলপাড় করে দিয়েছে। গানটি হল কাচা বাদাম। স্রষ্টা বীরভূমের বাসিন্দা ভুবন বৈদ্যকর।পেশায় তিনি বাদাম বিক্রেতা।

রাস্তার ধারে বাদাম বিক্রি করতে করতে হঠাৎ ই একদিন বানিয়ে ফেললেন কাচা বাদাম গান। তারপর ব্যস কেল্লাফতে। আর পিছনে তাকাতে হয়নি ভুবন বাবুকে। ভারত থেকে শুরু করে দেশ বিদেশে ও ছড়িয়ে পড়েছে গান টি। ইনস্টাগ্রাম থেকে শুরু করে ইউটিউব এই গানের ভিউ সংখ্যা ছাড়িয়েছে লক্ষাধিক।

ইউটিউবাররা এই গানের মাধ্যমে লাখ লাখ টাকা অর্জন করছেন। এমন কেউ বাকি নেই যে এই গানে কোমড় দোলাননি।এক সাক্ষাৎকারে ভুবন বাবু জানান যে ছোট থেকেই গানের প্রতি টান ছিল। স্বপ্ন দেখতেন বড় গায়ক হওয়ার। কিন্তু বাস্তবের মাটিতে তা সম্ভব হয়নি।

আরো পড়ুন: এই ৫ রাশির মহিলারা ঘরে-বাইরে নে’তৃ’ত্ব দেওয়ার প’ক্ষে একদম সেরা

তিনি আরও জানিয়েছেন এর আগেও অনেক কিছুর ব্যবসা করতেন তিনি । তবে এই বাদাম তার স্বপ্ন এভাবে সত্যি করবে তা কল্পনা ও করেননি। নাইজেরিয়া থেকে শুরু করে আফ্রিকা ও গোটা বিশ্ব তার প্রশংসায় পঞ্চমুখ।

জানা গেছে বীরভূমের এক মিউজিক কম্পানির সঙ্গে গান গেয়ে ৩ লাখ টাকা পেয়েছেন। এছাড়াও বিভিন্ন জায়গা থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। তার ভাঙ্গা আশ্রয়টি ও সারিয়ে দেওয়ার প্রতিশ্রুতি এসেছে।একসময়ে খেটে খাওয়া ভুবন এখন লাখ টাকার মালিক। ইতিমধ্যে একটি গাড়িও তিনি কিনেছেন।