সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ঐক্যশ্রী প্র’ক’ল্পে অনিয়মের অ’ভি’যো’গ, নড়েচড়ে ব’স’লো প্রশাসন

রাজ্য সরকারের একাধিক প্রকল্প নিয়ে অনেক আগের থেকেই শুরু হয়েছে বিতর্ক। এবার সেখানেই জোড়া লাগল এক নতুন প্রকল্পের নাম। ঐক্যশ্রী, সম্প্রতি সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য একটি নতুন প্রকল্প নিয়ে এসেছে সরকার। সেখানে নাকি লক্ষ লক্ষ ভুয়ো আবেদন জমা পড়েছে বলে জানা যাচ্ছে।

আর এই খবর সংবাদ মাধ্যমের দ্বারা জানতে পেরেই একেবারে নড়েচড়ে বসেছে শাসক দল। আর এটাকেই কাজে লাগাচ্ছে বিরোধী রাজনৈতিক দল। তীব্র কটাক্ষের মধ্যে পড়েছে শাসক দল। সংখ্যা লঘু ছাত্র ছাত্রীদের উন্নতির স্বার্থে এই প্রকল্প চালু করেছে সরকার। এর মাধ্যে তাঁদের স্কলারশিপ দেওয়া হবে।

কিন্তু সেখানেই লক্ষ লক্ষ ভুয়ো আবেদন পত্র জমা পড়েছে। আর সেটার খবর পেয়েই নড়েচড়ে বসেছে সরকার। ইতিমধ্যেই দ্রুত আবেদন পত্র বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে, যেগুলো ভুয়ো বল এপ্রমাণিত হবে। আগামীকালের মধ্যেই রিজেকশন রিকোয়েস্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আরো পড়ুন: ফের কো’ভি’ডে’র হা’না বিশ্বের বিভিন্ন দেশে, বুস্টার ডো’জ নিয়ে ব’ড়ো সি’দ্ধা’ন্ত কেন্দ্রের

ইতিমধ্যেই নাকি প্রায় ১৫ লক্ষ আবেদন জমা পড়েছে। আগামীকাল আবেদন পত্র খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। যেখানেই অস্নগসগতি ঠেকবে সাথে সাথেই বাতিলের খাতায় ফেলতে হবে সেগুলোকে। এখানেই শেষ নয় ডি আই দের নির্দেশ দেওয়া হয়েছে ঐক্যশ্রীর পেন্ডিং ভেরিফিকেশন করবার।

বিত্ত নিগমের তরফ থেকে আবার বলা হয়েছে ভুয়ো আবেদঙ্কারী যদি টাকা পায় তাঁর জন্য দায়ী থাকবে নোডাল শিক্ষকেরা। সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী গোলাম রব্বানী জানিয়েছেন, ঐক্যশ্রীতে কোনও ভুয়ো আবেদন আসেনি সরকারের কাছে। তবে এই ধরনের ঘটনা ঘটলে তদন্তের আশ্বাস দিয়েছেন তিনি।