সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

Airtel-র ধা’মা’কা অ’ফা’র, এক মাসের জন্য ইন্টারনেট-DTH সার্ভিস ফ্রি!

এয়ারটেল সিম ব্যবহারকারীদের জন্য রয়েছে সুখবর। পোস্টপেইড প্রিপেইড গ্রাহকদের ফ্রিতে কলিং সহ একাধিক সুবিধা নিয়ে এসেছে এই সংস্থা। যদি আপনার কাছে এয়ারটেল সিম থাকে তাহলে আপনি এই সুযোগ পেতে পারেন।

বিনামূল্যে এয়ারটেল পরিষেবা ব্যবহারের সুযোগও মিলছে। টেলিকম কানেকশনের পাশাপাশি গোটা মাস বিনামূল্যে ডিটিএইচ ব্যবহারের সুবিধা দিচ্ছে এই সংস্থা। এয়ারটেলের এই অফার পেতে হলে পোস্টপেইড কানেকশন থাকতে হবে।

এয়ারটেল ব্ল্যাক মেম্বারশিপ চাওয়া হয়েছে এর জন্য। ২০২১ সালে এই সার্ভিস লঞ্চ করেছিল সংস্থাটি। এর ফলে এবার থেকে একটি বিলে টেলিকমের সঙ্গে ডিটিএইচ এবং ব্রডব্যান্ড সার্ভিস পাওয়া যাবে।

আরো পড়ুন: এই ভগবানের দুটি পা নেই, দু’হাতে ভ’র করেই ১৫ হাজার ফু’ট উচ্চতায় হেমকুণ্ডে পৌঁছালেন

এই মেম্বারশিপ নিলে প্রথম মাসে সম্পূর্ণ বিনামূল্যে তিনটি পরিষেবা পাওয়া যাবে। কোম্পানি তরফ থেকে জানানো হয়েছে এয়ারটেল ব্ল্যাক এর কাস্টমস প্লানের সঙ্গে এককালীন ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। সঙ্গে থাকছি টেলিকম এবং কোম্পানির অন্যান্য পরিষেবা। ৪৯৯ টাকা থেকে এয়ারটেল ব্ল্যাক প্ল্যান শুরু করা হয়েছে।

সে ক্ষেত্রে ৩০ দিনের জন্য একটি টাকাও খরচ করতে হবে না। ৩০ দিনের মধ্যে এই প্ল্যান এর মধ্যে সমস্ত সুবিধা বিনামূল্যে ভোগ করা যাবে। এর পাশাপাশি অন্য কোন পরিষেবা ব্যবহার করতে হলে অতিরিক্ত খরচ হবে। পরের মাস থেকে মাসিক রেন্ট দিতে হবে।