সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

উত্তরপ্রদেশে নির্বাচনের আগেই এক হিন্দু নে’তা’কে হ’ত্যা করা হবে, বে’ফাঁ’স কৃষক নেতা রাকেশ টিকাইত

কেন্দ্রীয় সরকার প্রণীত নতুন তিনটি কৃষি আইনের বিপক্ষে একযোগে বিক্ষোভ দেখাচ্ছেন সারা দেশের কৃষকরা। কৃষক নেতা রাকেশ টিকাইত বিগত প্রায় কয়েক মাস ধরে বিজেপি আর কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করেছেন। তবে সম্প্রতি তিনি এক বেফাঁস মন্তব্য করে বসেছেন। সিরসা থেকে কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করে তিনি বলেন বিজেপির মত বিপদজনক রাজনৈতিক দল ভারতে আর নেই।

একই সঙ্গে তিনি বলেন উত্তরপ্রদেশের নির্বাচনের আগে কোনো বড় হিন্দু নেতাকে হত্যা করা হতে পারে! হরিয়ানায় সিরসায় কৃষক সম্মেলনে অংশগ্রহণ করে ভারতীয় কৃষক ইউনিয়নের নেতা রাকেশ টিকাইত বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন। তিনি অভিযোগ করে বলেন, উত্তরপ্রদেশে নির্বাচনের আগে কোনো বড় হিন্দু নেতাকে খুন করিয়ে বিজেপি হিন্দু এবং মুসলিম এর মধ্যে বিভেদ ঘটাতে চাইবে।

এই গুরুতর অভিযোগ এনে আশঙ্কা প্রকাশ করে তিনি সতর্ক করে দিয়েছেন। তিনি আরো বলেছেন, ভারতবর্ষকে কব্জা করেছে সরকারি তালিবানরা। হরিয়ানায় কৃষকদের উপর লাঠিচার্জ-এর প্রসঙ্গ টেনে এনে বলেন যে SDM-এর নির্দেশে কৃষকদের উপর যে লাঠি চালানো হয়েছিল, তার কাকা RSS-র একজন বড় নেতা। সরকারি তালিবানদের প্রথম কম্যান্ডারের হদিশ করনালে পাওয়া গিয়েছে বলে দাবি করেন তিনি। একই সঙ্গে তিনি দাবি করেন, বিজেপি যদি কৃষকদের খালিস্তান বলে, তাহলে বিরোধী কৃষকেরা তাদের তালিবান বলবেন!

কৃষক নেতা স্মরণ করিয়ে দেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন ২০২২-র মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ হয়ে যাবে। কিন্তু এখন কৃষকদের চাষের ফসলও দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে না। দেশের বড় বড় কোম্পানি ঋণ নিয়ে মুকুব করিয়ে নেয়, তারপর সেই কোম্পানিই সরকারি সংস্থাকে কিনে নেয়! এই অভিযোগ তুলেছেন রাকেশ টিকাইত।