সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বরুণ-মানেকা সহ বিজেপির কয়েক বিধায়ক আজ যে’তে পারেন তৃণমূলে!

আজ ২১ জুলাইয়ের মঞ্চে দাঁড়িয়ে নতুন কোনো চমক কি দেখা যেতে পারে। এমন জল্পনায় উড়ছে চারিপাশে। আজ তাহলে কি বিজেপিকে অবাক করতে চলেছে তৃণমূল? কারণ শোনা যাচ্ছে তৃণমূলের ৫ বিধায়ক নাকি এবার তৃণমূলে যোগ দিতে চলেছে।

যা নিয়েই শুরু হয়েছে তীব্র জল্পনা। এই বিষয় নিয়ে তৃণমূলে সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় কে জিজ্ঞেস করা হলে, তিনি সমস্ত বিষয়টাই এড়িয়ে যান।

তিনি শুধু বলেন,দলে যোগদান করাটাই আসল চমক নয়, আজ মমতা বন্দ্যোপাধ্যায় এর ভাষণটাই আসল চমক। সময় যত এগোচ্ছে জল্পনা যেন ততটাই আরও গভীর হচ্ছে। এখন প্রশ্ন হল কোন কোন বিধায়কদের নিয়ে জল্পনা সৃষ্টি হয়েছে? আসলে উত্তর থেকে দক্ষিণ সমস্ত বঙ্গেই রয়েছে বিধায়কেরা।

আরো পড়ুন: বলি মাফিয়ারা আমাকে মে’রে ফেলার চে’ষ্টা করছে: তনুশ্রী দত্ত

তাদের নিয়েই এই জল্পনা বিশেষ করে মেদিনীপুরের বিজেপি বিধায়ক তথা চিত্র অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়, রানাঘাটের বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী, এদিকে মেদিনীপুরের বিধায়ক দের নিয়ে জল্পনা শুরী হয়েছে। অর্জুন সিং তো চলেই গেছে এবার তার ছেলে পবন সিং এর নাম নিয়েও শুরু হয়েছে জল্পনা।

এদিকে আবার নতুন চমক দেখা যাচ্ছে, বরুণ গান্ধী নরেন্দ্র মোদির সরকারকে নিয়ে অনেক কথাই বলতে থাকে। তার কথাবার্তা এমন চরম পরিস্থিতিতে পৌঁছায়, যেখানে সন্দেহ প্রকাশ করা হয় যে আদৌ ২০১৯ সালে লোকসভা নির্বাচনে বিজেপি টিকিট দেবে কিনা। কিন্তু বিজেপি মা ও ছেলেকে টিকিট দেয়, তবে সম্প্রতি ফের তার মুখে শোনা যাচ্ছে বিজেপির নিন্দা।

গেরুয়া শিবিরের টিকিট পেয়ে দুজনেই জিতে ছিলেন, কিন্তু এরপরেও এই ধরনের কথা কেন? জানিয়ে শুরু হয়েছে জল্পনা। বিশেষ করে যখন ২১ জুলাই এর দিনে বিরোধী দল বিজেপির বিরুদ্ধে তোপ দাগার জন্য প্রস্তুতি নিচ্ছে তখনই মা ও ছেলে কলকাতায় পৌছে সমস্ত বিষয়কে আরো তালগোল পাকিয়ে দিল।