Home টেক নিউজ ৪ টি গ্রহ একই সরলরেখায় অবস্থান ক’র’বে, কি প্রভাব পড়তে পা’রে জেনে...

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

৪ টি গ্রহ একই সরলরেখায় অবস্থান ক’র’বে, কি প্রভাব পড়তে পা’রে জেনে নিন

শীঘ্রই আকাশ দেখা যাবে এক অদ্ভুত দৃশ্য। এক লাইনে আসতে চলেছে চারটি গুরুত্বপূর্ণ গ্রহ যেগুলি এক রেখায় অবস্থান করে এটি অপূর্ব দৃশ্য তৈরি করবে বলে মনে করা হচ্ছে।

17 এপ্রিল থেকে কুড়ি এপ্রিল, আকাশে শনি মঙ্গল শুক্র বৃহস্পতি, এই চারটি গ্রহকে একই সরলরেখায় অবস্থান করতে দেখতে পাওয়া যাবে। এই গ্রহগুলি 17 এপ্রিল সূর্যোদয়ের আগে একটি সরল রেখায় আসতে শুরু করবে।

চলবে তিনদিন। তবে সব থেকে সুন্দর দৃশ্য দেখা যাবে শেষ দিন। এদিন তারা সবাই এক লাইনে একসঙ্গে থাকবে। কুড়ি এপ্রিলের সূর্যোদয়ের আগে এই বিস্ময়কর দৃশ্য দেখতে পাবেন আপনি।

আরো পড়ুন: বঙ্গাব্দের প্রবর্তক কে? গৌড়ের রাজা শশাঙ্ক না মু’ঘ’ল স’ম্রা’ট আকবর?

এই বিস্ময়কর দৃশ্য আপনি ভারত থেকেও দেখতে পাবেন। শুধু প্রয়োজন দূষণমুক্ত এলাকা। জ্যোতির্বিজ্ঞানীদের মত অনুযায়ী, সবার প্রথমে থাকবে বৃহস্পতি, তারপর ক্রমানুসারে থাকবে শুক্র মঙ্গল এবং শনি।

এসময় বৃহস্পতিকে দেখা সবথেকে কঠিন হতে পারে কারণ দিগন্তরেখা ঠিক উপরে থাকবে বৃহস্পতি। দিগন্ত রেখায় সাধারণত গ্রহের আলো কমে যায় তাই বৃহস্পতিকে ভালোভাবে দেখা নাও যেতে পারে। এর আগে এমন দৃশ্য দেখা গিয়েছিল ২০০৫ সালে।