সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অ’না’স্থা বৈ’ঠ’কে ব’হি’স্কৃ’ত মালদা জে’লা প’রি’ষ’দে’র ৩ ক’র্মা’ধ্যক্ষ

অনাস্থা বৈঠকে বহিস্কৃত মালদা জেলা পরিষদের ৩ কর্মাধ্যক্ষ

মালদা,৭ ডিসেম্বর: তলবি সভায় বহিস্কৃত মালদা জেলা পরিষদের ৩ কর্মাধ্যক্ষ। গত বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন ৩ কর্মাধ্যক্ষ।
১) সরলা মুর্মু(মৎস কর্মাধ্যক্ষ)
২) পিংকি সরকার মাহাতো( বন ও ভূমি কর্মাধ্যক্ষ)
৩) পায়েল খাতুন (জনস্বাস্থ্য ও কারিগরি কর্মাধ্যক্ষ)
এই তিন কর্মাধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা ডাকা হয়।
মঙ্গলবার ছিল তলবি সভা।

মালদা জেলা পরিষদের সভা কক্ষে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের তৃণমূল সদস্যরা। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সী, মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী তথা বিধায়ক চন্দনা সরকার সহ অন্যান্য তৃণমূল বিধায়ক এবং জেলা পরিষদ সদস্যরা।

ভোটাভুটিতে ফল হয় ৪৩/০ । এদিন অপসারণ করা হয় তিন কর্মাধ্যক্ষকে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মন্ডল। এখন পর্যন্ত নাম ঘোষণা করা হয়নি নতুন সভাধিপতির। কে হবেন নতুন সভাধিপতি তা নিয়েও চলছে জল্পনা।

তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সী বলেন, তৃণমূল কংগ্রেস ছেড়ে ৩ কর্মাধ্যক্ষ যোগ দিয়েছিল বিজেপিতে। তাদের বিরুদ্ধে অনাস্থা ডাকা হয়। ভোটাভুটিতে ফলাফল হয় ৪৩/০। এদের দলের পক্ষ থেকে ওই তিন কর্মাধ্যক্ষকে বহিষ্কার করা হয়।
তিনি বলেন, সভাধিপতি গঠনের ক্ষেত্রে রাজ্যের সঙ্গে আলোচনা চলছে। কিছুদিনের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে।