সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

চাকরিপ্রার্থীদের থেকে ১৬ কোটি টা’কা নেওয়ার অভিযোগে ধৃ’ত টিএমসি বিধায়কের আপ্তসহায়ক সহ ৩ জন

২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত তৃণমূল কংগ্রেস নেতা তথা নদিয়ার তেহট্টের বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে অনেকের থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছিল।

তাঁর বিধানসভা এলাকার লোকেরাই এই নিয়ে একটি চিঠি লিখেছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এবার এই মামলায় নদিয়া পুলিশ গ্রেফতার করল বিধায়কের আপ্তসহায়ক প্রবীর কয়াল এবং তার দুই সঙ্গী শ্যামল কয়াল এবং সুনীল মণ্ডলকে।

এদিকে বিধায়ক দাবি করেছিলেন যে তিনি প্রতারণার সঙ্গে যুক্ত নন। এমনকি আপ্তসহায়কের সঙ্গে কোনও সম্পর্ক ছিল না বলে জানান তাপস সাহা। এদিকে আর্থিক প্রতারণার অভিযোগ উঠতেই গা ঢাকা দিয়েছিল প্রবীর, শ্যামল, সুনীলরা।

আরো পড়ুন: বক্স অফিসে আ’ছা’ড় খে’য়ে পড়লো হিরোপন্তি-২, টাইগার ম্যাজিক কো’নো কা’জে এ’লো না!

এদিকে পুলিশ এদের খোঁদে তল্লাশি চালিয়ে যাচ্ছিল। শেষমেষ শুক্রবার রাতে রায়দিঘিতে তল্লাশি চালিয়ে এই তিনজনকে গ্রেফতার করে দুর্নীতিদমন শাখা। এর আগে বিধায়কের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তিনটি এলাকা থেকে চিঠি গিয়েছিল অভিষেকের কাছে।

একটি চিঠি গিয়েছে তেহট্ট থেকে। আরও একটি চিঠি গিয়েছে তাঁর আগের বিধানসভা ক্ষেত্র পলাশিপাড়া থেকে। তৃতীয় চিঠিটি গিয়েছে করিমপুর বিধানসভা কেন্দ্র থেকে।