সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

স্কুলে চাকরি ক’রি’য়ে দেওয়ার না’মে ১৭ লক্ষ টা’কা আ’ত্ম’সাৎ! গ্রে’ফ’তা’র হাইস্কুলের শিক্ষক

বেশ কিছুদিন যাবত খবরের পাতা খুললেই বা টিভি খুললেই যে খবর আমরা দেখতে পেয়েছি বা পাচ্ছি তা হলো কিভাবে অনৈতিক ভাবে অযোগ্য পার্থিদের চাকরি দেওয়া হচ্ছে। এই নিয়ে শিক্ষা দফতরে ওলটপালট করে খোঁজা হয়েছে এমন জালিয়াতিদের, বর্তমানেও খোঁজ চলছে। কারন সম্প্রতি সেই তালিকায় যুক্ত হচ্ছে স্কুলের শিক্ষকদের নামও।

আর সেই রকমই আরেকজনের নাম আবার যুক্ত হলো। ধৃতের নাম পঙ্কজ বর্মন। তিনি শিলিগুড়ির বরদাকান্ত স্কুলের সংস্কৃতের শিক্ষক। ১৭ লক্ষ টাকা হাতিয়েও চাকরি না দেওয়ার অভিযোগে গ্রেফতার হয়েছেন তিনি। শিলিগুড়ি থেকে ওই শিক্ষককে গ্রেফতার করে আমবাড়ি থানার পুলিশ। ধৃত শিক্ষক সংস্কৃত পড়ান। তবে এখানেই শেষ নয়।

আরো জানা যায়, এর আগে একই ঘটনায় গ্রেফতার হয়েছিলেন আমবাড়ি হাইস্কুলের শিক্ষক সন্তোষ বর্মন। তিনিও শিলিগুড়ির বাসিন্দা। কোচবিহারের মাথাভাঙার বাসিন্দা বাপ্পা মালাকার। তিনিই প্রতারণার অভিযোগ করেছিলেন। এই সন্তোষ বর্মণের উপর অভিযোগ আনা হয় যে, বাপ্পা মালাকার বলে ওই ভদ্রলোক নাকি ২০১৬ সালে তিনি টেট পাশ করেন বলে দাবি করেন।

আরো খবর: Zee5-Hotstar-SonyLIV সহ আ’রো বেশ কয়েকটি OTT মা’ত্র ২৪৯ টা’কা’য়, বি’রা’ট সু’যো’গ

আর তিনি পাশ করেও চাকরি পাচ্ছিলেন না। তাই উচ্চ প্রাথমিকের জন্য তিনি টাকা দিয়েছিলেন সন্তোষ বর্মন নামে এক শিক্ষককে। ওই বাপ্পা মালাকার দাবি করেন, তিন বছর আগে কোচবিহার জেলার শীতলখুচির সন্তোষ বর্মন তাঁর কাছে এক এজেন্টকে নিয়ে আসেন। সন্তোষ বর্মন জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের আমবাড়িতেই এক হাইস্কুলে বাংলা পড়ান।

এবার সেই সময় তিনি চাকরি পাচ্ছিলেন না তাই তার থেকে ১৭ লক্ষ টাকা হাতিয়ে নেন আমবাড়ি হাইস্কুলের শিক্ষক সন্তোষ বর্মন। আশ্বাস দেন বাপ্পার চাকরি হয়ে যাবে। কিন্তু সম্প্রতি খেলা টা একটু বদলে যায়। এখন আদালতের নির্দেশে প্যানেল বাতিল হতেই এই সব বিষয় গুলোর উপর চাপ বেড়ে যায়।

বাপ্পা বুঝে যান, এই চাকরি আর তিনি পাবেন না। এরপরই সন্তোষ বর্মনের কাছে ১৭ লক্ষ টাকা চান। কিন্তু তারপরও তাঁর টাকা ফিরত তিনি পান নি। আর তারপরেই পুলিশের দ্বারস্থ হন বাপ্পা। এই চলতি বছর ৯ জানুয়ারি সন্তোষ বর্মনের স্কুলের সামনে গিয়ে তাঁকে ধরেন।

নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আমবাড়ি ফাঁড়ির পুলিশ সন্তোষকে গ্রেফতারও করে। তবে শুধু সন্তোষ নয় পুলিশ সূত্রে খবর, সেই সন্তোষকে জেরা করেই এবার শিলিগুড়ির আরও এক স্কুলের শিক্ষককে মান পঙ্কজ বর্মনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান তাঁরা।