সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

টেট পরীক্ষা উপলক্ষ্যে শিয়ালদহ শা’খা’য় ১৬ জো’ড়া অতিরিক্ত ট্রেন, রইলো তা’লি’কা

এই রবিবার (১১ ডিসেম্বর) প্রাথমিক টেট পরীক্ষা হবে। বেলা ১২ টা থেকে দুপুর ২ টো ৩০ মিনিট পর্যন্ত পরীক্ষা চলবে।  প্রাথমিক শিক্ষা পর্ষদ টেট পরীক্ষা নিয়ে নয়া গাইডলাইন প্রকাশ করেছে। সর্বভারতীয় পরীক্ষার ধাঁচে এবার থেকে সোনার গয়না, ঘড়ি পরে ঢোকা যাবে না হলে।

এখন জোর কদমে প্রস্তুতি চলছে রাজ্য সরকার এবং স্কুল শিক্ষা দফতরে। পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছতে যাত্রা সহজ করার জন্য অতিরিক্ত ট্রেন চলবে রবিবার। পূর্ব রেলওয়ে জানিয়েছে, টেটের জন্য শিয়ালদা উত্তর ও দক্ষিণ শাখায় আপ ও ডাউনে অতিরিক্ত ১৬ জোড়া ট্রেন চালানো হবে।

শিয়ালদা-ব্যারাকপুর, শিয়ালদা-ডানকুনি, শিয়ালদা-মধ্যমগ্রাম, শিয়ালদা-বারাসাত, শিয়ালদা-দত্তপুকুর, শিয়ালদা-বজবজ, শিয়ালদা-ক্যানিং, শিয়ালদা-বারুইপুর, শিয়ালদা-সোনারপুর, শিয়ালদা-হাসনাবাদ লাইনে অতিরিক্ত ট্রেন চালানো হবে।

আরো খবর: সুশান্ত চ্যা’প্টা’র ক্লো’জ’ড, নতুন স’ম্প’র্কে জ’ড়া’লে’ন রিয়া চক্রবর্তী! না’ম কি বয়ফ্রেন্ডের?

পরিবহন দফতর সূত্রে খবর, রবিবার শিক্ষক নিয়োগের পরীক্ষার জন্য পথে নামবেন কয়েক লাখ পরীক্ষার্থী এবং তাদের অভিভাবকেকরা। ট্রাফিক সচল রাখতে পরিবহনমন্ত্রী স্নেহাশিষ চক্রবর্তী জানিয়েছেন, রবিবার পথে থাকবে ২ হাজারেরও বেশি সরকারি বাস । সাধারণ দিনে প্রায় ৩৬ হাজার বেসরকারি বাস রাস্তায় চলাচল করে।