সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বাংলা জু’ড়ে হলুদ স’ত’র্ক’তা, আ’রো বেশ কয়েকদিন কাঁ’প’তে হবে আপনাকে!

পৌষ মাসে শীতের দেখা না মিললেও মাঘের শীত রীতিমতো বাঘের গায়ে জাঁকিয়ে বসেছে। বছরের শুরুতেই ব্যাপক ঠান্ডার কামড় উপভোগ করছে বাঙালি। শীতে জবুথবু গোটা বাংলা। এমনকি কলকাতা মহানগরের তাপমাত্রা দিনকে দিন কমছে। কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে বজায় রয়েছে শৈত্য প্রবাহ।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে এই শীত কিন্তু যাবার নয়। অর্থাৎ গোটা জানুয়ারি মাস ঠান্ডার ঝলকানি উপভোগ করতে হবে বঙ্গবাসীকে। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তরের আধিকারিক সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন আগামী মঙ্গলবার পর্যন্ত জাকিয়ে শীত পড়বে দুই বঙ্গে।

ইতিমধ্যে হলুদ সংকেত জারি করেছে আবহাওয়া অফিস। সেখানে জানানো হয়েছে শীতের হাত থেকে এখনই নিস্তার পাবেন না। আগামী মঙ্গলবার পর্যন্ত ঠান্ডা থাকবে অব্যাহত। সেইসঙ্গে দোসর হবে কুয়াশা। রাজ্যে সব জেলায় সকালবেলায় ঘন কুয়াশায় ঢেকে থাকবে। যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিস্কার হবে এবং মেঘমুক্ত আকাশ থাকবে।

আরো খবর: পরীক্ষায় প্রশ্ন আ’সে “বি’য়ে কি?”, পড়ুয়ার উত্তরে না’জে’হা’ল অবস্থা শিক্ষকের

তাপমাত্রা থাকবে ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আকাশের দৃশ্যমানতা যত বাড়বে ততই জাঁকিয়ে বসবে শীত। কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে শীতের কামর তো থাকবেই সেই সঙ্গে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও শৈত্য প্রবাহ জারি থাকবে।

বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম প্রভৃতি জেলায় তাপমাত্রা নেমে যেতে পারে ৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। মুর্শিদাবাদ জেলাতেও নিম্নমুখী হবে তাপমাত্রা। আর উত্তরবঙ্গে তুষারপাতের আশঙ্কা করা হয়েছে।। দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার প্রভৃতি জেলায় সকাল থেকেই তুষারপাত হতে পারে।