সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

Xiaomi-র নতুন স্মার্টফোন ল’ঞ্চ হলো, দা’ম অনেকটাই ক’ম, ফুল চা’র্জ মাত্র ১৫ মিনিটে

বৃহস্পতিবার ভারতের বাজারে লঞ্চ করল Xiaomi 11i Hypercharge 5G এবং Xiaomi 11i ফোন। এই ফোনদুটি লঞ্চ হলেও বিক্রি শুরু হবে 12 জানুয়ারি 2022 থেকে। এই দুটি ফোনই Xiaomi-র লেটেস্ট স্মার্টফোন। এই দুটি ফোনেই রয়েছে একই স্পেশিফিকেশন। তবে Xiaomi 11i Hypercharg ফোনে দেওয়া হয়েছে 120W ফাস্ট চার্জিং সাপোর্ট। এবং 11i মডেলে রয়েছে 67W ফাস্ট চার্জিং। দুটি মডেলেই রয়েছে 120Hz রিফ্রেশ রেটের সুপার AMOLED ডিসপ্লে। এছাড়াও Octa-Core MediaTek Dimensity 920 SoC প্রসেসর রয়েছে। সংস্থার তরফে মনে করা হচ্ছে, দুটি ফোনই গ্রাহকদের কাছে খুবই আকর্ষণীয় হয়ে উঠবে।

ভারতে Xiaomi 11i Hypercharge 5G-ফোনটির দাম রাখা হয়েছে 26,999 টাকা। এক্ষেত্রে ফোনের কনফিগারেশন হবে 6GB RAM এবং 128 GB স্টোরেজ। অন্যদিকে 8GB RAM এবং 128GB স্টোরেজ কনফিগারেশনের ফোনের দাম 28999 টাকা।

Xiaomi Hypercharge 11i ফোনটিতে রয়েছে ডুয়েল ন্যানো ফিজিক্যাল সিম কার্ড স্লট। Android 11 এর উপর MIUI 12.5 স্কিনের উপর চলবে ফোনটি। 6.67 ইঞ্চি ডিসপ্লে দেওয়া হয়েছে। ডিসপ্লে অ্যাসপেক্ট রেশিও 20:9 এবং 120Hz রিফ্রেশ রেট, পিক্সেল ডেন্সিটি 395ppi এবং 1,200 নিটস পিক ব্রাইটনেস। Xiaomi 11i 5G ফোনের 6GB এবং 128 GB কনফিগারেশন মডেলটির দাম 24,999 টাকা এবং 8GB+128GB কনফিগারেশনের মডেলটির দাম 26,999 টাকা।

ফোনদুটি 12 জানুয়ারি থেকে Flipkart, mi.com, Mi স্টোর এবং বিভিন্ন অফলাইন স্টোরে পাওয়া যাবে। দুটি ফোনের ক্ষেত্রেই বিশেষ অফার রাখা হয়েছে। দফোন দুটিতে 1,500 টাকা নিউইয়ার ছাড় এবং SBI কার্ড ব্যবহারকারীদের জন্য 2,500 টাকা ক্যাশব্যাকের সুবিধা দেওয়া হবে। এছাড়াও Redmi Note ফোনের সঙ্গে এক্সচেঞ্জ করলে সর্বোচ্চ 4000 টাকা ছাড় পাওয়া যাবে।

এরসঙ্গে সংস্থার তরফে জানানো হয়েছে 11i ফোনটির সঙ্গে কেউ ইচ্ছা করলে 120W ফাস্ট চার্জিং অ্যাডপ্টার কিনতে পারে। দাম 3,999 টাকা। তবে ওই অ্যাডপ্টার কবে থেকে পাওয়া যাবে তা এখনই জানা যায়নি। পরে জানানো হবে।