সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

হনুমান জয়ন্তীতে বজরংবলিকে খু’শি করতে আ’রা’ধ’না করুন, কোনদিন অ’ভা’ব থাকবে না জীবনে

প্রতিবছর এপ্রিল মাসে হনুমান জয়ন্তী পালন করা হয়। এবারেও আগামী ৬ই এপ্রিল হনুমান জয়ন্তী। নিয়মবিধি মেনে যদি পবন পুত্র হনুমানের পূজা করা হয় তবে তিনি সমস্ত আশা পূর্ণ করেন। বজরংবলীকে সন্তুষ্ট করবার জন্য মেটে সিঁদুর সবচেয়ে উপযোগী। মেটে সিঁদুরের পাতা অর্ঘ্য হিসেবে অর্পণ করতে পারেন বজরংবলিকে।

উনি অনেক এর ফলে হনুমানের কৃপা দ্বারা আপনার জীবন সুন্দর ও সুরক্ষিত হয়ে উঠবে। হনুমান জয়ন্তীর দিন বজরংবলীর প্রিয় লাড্ডু কলা এবং ছোলা অর্পণ করতে পারেন। পবন পুত্র হনুমান সমস্ত বাধা-বিপত্তি দূর করবেন। হনুমানকে ছোলা নিবেদন করবার সময় কিছু জিনিস খেয়াল রাখতে হবে।

এছাড়া প্রবলেম পুত্র হনুমান লাল কাপড় সিঁদুর চামেলীর তেল পছন্দ করেন। হনুমানের পুজোর সময় বেশ কিছু বিষয় মাথায় রাখতে হবে পুজোর আগে সংকল্প করে নিতে হবে তারপরেই তাকে স্মরণ করতে হবে। বজরংবলী পূজা করবার সময় সবার প্রথমে রামের নাম স্মরণ করতে হবে তারপর তার পাদপদ্মে ফুল অর্পণ করুন।

আরো খবর: “ভু’য়ো” পুকুর খুঁ’ড়’তে খুঁড়’তে রাজ্য থেকে ভ্যা’নি’শ হয়ে গেল গো’টা গ্রাম! ১০০ দিনের কাজের ভয়ানক দুর্নীতি

প্রথমে পা থেকে শুরু করতে হবে তার বন্দনা করা এরপর মুখ পর্যন্ত অর্পণ করতে হবে জল। স্নান করানোর পর বজরংবলীকে সিন্দুর তেল ইত্যাদি নিবেদন করে লাল কাপড় নিবেদন করতে হবে। এছাড়া হনুমানের পূজোর পর অবশ্যই হনুমান চালিশা পাঠ করুন।

১১ বার হনুমান চালিশা পাঠ করলে বিশেষ ফল লাভ করা যায়। এছাড়া রামের ভজন শুনতে পারেন। বজরংবলী লাল জবা ফুল খুবই পছন্দ করেন তাই জবা ফুলের মালা তাকে অর্পণ করতে পারেন। তবে মনে রাখবেন মহিলারা পুজোর সময় বজরংবলীর শরীরের কোন অঙ্গ স্পর্শ করবেন না।