সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সরস্বতী পুজোতে কে’ন হলুদ রঙের বে’শি গু’রু’ত্ব? আ’ছে বিশেষ কারণ

সরস্বতী পুজোতে অর্থাৎ বসন্ত পঞ্চমীর দিন মা সরস্বতীকে হলুদ নিবেদন করা হয় এমনই বিধান রয়েছে এবং যারা মায়ের ভক্ত তারাও হলুদ বস্ত্র সেই দিনটিতে পরিধান করেন। চলতি বছরের বসন্ত উৎসব ৫ই ফেব্রুয়ারি অর্থাৎ শনিবার অনুষ্ঠিত হবে । তবে এই দিনটিতে কেন হলুদ রঙের ব্যবহার করা হয় কেন? এই হলুদ রঙের বিশেষ গুরুত্ব রয়েছে আসুন জেনে নিই।

মাঘ মাসের শুক্লা পঞ্চমীতে মা সরস্বতীর পুজো হয় এবং এই দিনটিকে বসন্ত পঞ্চমী বলা হয়ে থাকে। এই দিনে মা সরস্বতী অর্থাৎ জ্ঞানের দেবীকে পুজো করে সকলেই এবং মা সরস্বতীর প্রিয় জিনিসগুলোই তার কাছে নিবেদন করা হয়ে থাকে। যারা পড়াশোনা করে এবং যারা সঙ্গীতপ্রেমী তারা এই দিনটিকে বিশেষভাবে পালন করেন।

মা সরস্বতী হলুদ বস্ত্র পরিধান করে থাকে এবং তার ভক্তরাও হলুদ বস্ত্র পরিধান করেন। কথিত আছে যে বসন্ত পঞ্চমীতে এই হলুদ রং অত্যন্ত শুভ। এই ব্যাপারে জ্যোতিষ ডক্টর অরবিন্দ মিশ্র জানান, ধর্মগতভাবে হলুদ রংয়ের ভীষণ শুভ বলে মনে করা হয়, এই রং হলো সাদা এবং সততার প্রতীক।

এছাড়া মাঘ মাসের এই শীতের শেষে সকালের আবহাওয়াটা বোঝায় যেন হলুদ রঙের মতই, এই সময় ফুলের কুঁড়ি ফোটে, নতুন পাতা হয়, সরষেখেতে নতুন সর্ষেফুল হয় চারিদিকেই যেন হলুদ হলুদ। এইরকমই দৃশ্য যেন সত্যি মনোরম। মাকে হলুদ রঙের বস্ত্র এবং হলুদ রকমের খাবার, হলুদ ফুল, ফল, সমস্তকিছুই অর্পণ করা হয়।

অন্যদিকে হলুদ রং জ্ঞানের প্রতীক হিসেবে দেখা। হলুদ, শক্তি আশাবাদের আলো এবং সমৃদ্ধির প্রতীক। এই রং মস্তিষ্ককে সক্রিয় করতে সাহায্য করে এবং আপনার উদ্যামকে আরো বাড়িয়ে তোলে। নেগেটিভিটি দূর করতে সাহায্য এবং পজিটিভ দিক আনতে সাহায্য করে। এক কথায় বলা যায় এই হলুদ বস্ত্র পরিধান করে শুধুমাত্র মা সরস্বতীকে নয় গোটা প্রকৃতিকেও একপ্রকার শ্রদ্ধা জানানো হয়।