সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বাড়ির সদর দরজায় কেন ঝো’লা’নো হয় লেবু-লঙ্কা? শুধুই কুসংস্কার না আ’ছে অন্য কারণ!

আমরা ভারতীয় বিশেষত বাঙালি। আমরা নজর লাগাতে ভীষণভাবে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি রাত্রিবেলা হাওয়া বাতাস লাগে। তাই আমরা বিশেষভাবে বিশ্বাস করি নুন এবং লেবু লঙ্কা কে। এককথায় লেবু এবং লঙ্কা যেন নিমেষে আমাদের সমস্ত দুঃখ দূর করে দিতে পারে। বাড়ির দরজায় হোক অথবা নতুন গাড়ি, সর্বত্র আমরা একটি বিশ্বাসের উপর ভরসা করে ঝুলিয়ে রাখি লেবু লঙ্কা।

অবিশ্বাসীরা বলে নেহাতই কুসংস্কার। কেউ কেউ আবার তুকতাক বলে মনে করেন একে। তবে এ তো গেল শুধুমাত্র বিশ্বাসের কথা। শরীর এবং স্বাস্থ্যের সঙ্গেও কিন্তু সম্পর্ক রয়েছে এর।পুরান মতে, লক্ষী যেমন সৌন্দর্য সৌভাগ্যর প্রতীক তেমনই অলক্ষী দুর্ভাগ্য ও দারিদ্র্যের দেবী। এই অলক্ষী দেবী নাকি সবসময় টক ঝাল খেতে ভালোবাসেন। লক্ষীদেবী যদি কারোর বাড়িতে প্রবেশ করেন তাহলে লেবু লঙ্কার প্রসাদ পেয়ে দরজার বাইরে থেকে বিদায় নেন।

এছাড়াও একটি গল্প কথিত হয়েছে লোকমুখে। একবার এক ধনপতির কাছে পৌঁছে গিয়েছিলেন লক্ষী এবং অলক্ষী। ধনপতিকে যখন জিজ্ঞাসা করা হয়, কে বেশি সুন্দরী? তখন বুদ্ধি করে ধনপতী বলেন, বাড়ির বাইরে থেকে যখন ভেতরে আসেন তখন লক্ষীকে সুন্দরী দেখায়, যখন বাড়ির ভেতর থেকে বাইরে যান তখন দেখতে লাগে সুন্দরী অলক্ষীকে।

তবে এছাড়াও রয়েছে কিছু বৈজ্ঞানিক যুক্তি। লেবু এবং লঙ্কা দেব এর মধ্যে থাকে কিছু দিব্য কীটনাশক গুন। ফলে বাইরে থেকে পোকামাকড় সহজে বাড়ির মধ্যে প্রবেশ করতে পারে না।