সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মকর সংক্রান্তিতে কেন দে’হ’ত্যা’গ করেছিলেন পিতামহ ভীষ্ম? জানুন কারণ

১৪ জানুয়ারি মকর সংক্রান্তি উৎসব পালন করা হবে। এইদিন রাশি পরিবর্তনের কারণে সূর্যদেব গমন করবেন মকর রাশিতে। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী এই সূর্যের রাশি পরিবর্তন ব্যাপারটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ। যেহেতু সূর্যকে সমস্ত রাশির রাজা বলে মনে করা হয় তাই সূর্যের এই গমন বসন্ত ঋতুর আগমনীর ইঙ্গিত দেয়। ৫৮ দিন সদস্য পদে থাকার পর বিশ্ব পিতামহ তার শরীর সরাসরি ত্যাগ করে দেন এই দিন। তিনি সূর্যের উত্তরায়নের পৌঁছানোর জন্য অপেক্ষা করছিলেন।

মহাভারতের যুদ্ধে বিশ্ববিদ্যালয় কৌরব দের পক্ষে দশদিন যুদ্ধ করেছিলেন। এই যুদ্ধ স্থায়ী ছিল 18 দিন। যুদ্ধক্ষেত্রে পিতামহের বান্ধবরা রীতিমতো বিচলিত হয়ে পড়েন। পাণ্ডবরা শিখনের সাহায্যে বিশ্বকে ধনুক ছেড়ে দিতে বাধ্য করেন এবং অর্জুন বাণ নিক্ষেপ করে তাকে ধরাশায়ী করে। পিতামহ প্রতিজ্ঞা করেছিলেন, সূর্যের উত্তরায়ন না হলে তিনি শরীর ত্যাগ করবেন না। সূর্যের উত্তরায়নের সঙ্গে সঙ্গে শরীর ত্যাগ করলে মোক্ষলাভ করবেন তিনি।

জ্যোতিষচার্য অরবিন্দ মিশ্র বলেন, ভগবান শ্রীকৃষ্ণ উত্তরায়নের গুরুত্ব বলতে গিয়ে বলেছিলেন যে, ছয় মাসের শুভ সময় যখন সূর্য দেবতা উত্তরায়ন হয়ে পৃথিবী আলোকিত হয়, সেই সময় যে ব্যক্তি দেহ ত্যাগ করে তার পুনর্জন্ম হয় না। এই ধরনের মানুষ সরাসরি ব্যবহার করে অর্থাৎ মোক্ষলাভ করে। ঠিক এই কারনে বিশ্ব পিতামহ দেহ তাদের জন্য সূর্যের উত্তরায়নের অপেক্ষা করেছিলেন।