Home আবহাওয়া বাংলায় বর্ষা কবে থেকে? বড় আপডেট দিলো IMD

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বাংলায় বর্ষা কবে থেকে? বড় আপডেট দিলো IMD

ঘূর্ণিঝড় মোখার প্রভাবে রাজ্যের তাপমাত্রা কিছুটা কমেছে এবং দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টিপাত শুরু হয়েছে। বাদ যায়নি উত্তরবঙ্গ,সেখানেও মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে। গতকাল উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় দমকা হাওয়ার পাশাপাশি বজ্রবিদ্দুৎ সহ ভারী বৃষ্টিপাত হয়েছে। কিন্তু এই বৃষ্টি সাময়িক।

গরম থেকে মুক্তি নেই এখনই। রাজ্যে বর্ষা কবে ঢুকবে,এটাই এখন লাখ টাকার প্রশ্ন! মৌসুম ভবন সূত্রে খবর,এইবছর রাজ্যে বর্ষা ঢুকতে কিছুটা সময় লাগবে। সাধারণত জুন মাসেই বর্ষা পশ্চিমবঙ্গে প্রবেশ করে।

অন্যদিকে কেরল রাজ্য দিয়েই দেশে বর্ষা প্রবেশ করে ১ জুন। এ বছর কেরলে বর্ষা ঢুকবে ৫ই জুন,অর্থাৎ ৪ দিন দেরিতে। গত কয়েক বছরে শুধুমাত্র ২০১৮ এবং ২০২২ সালে নির্ধারিত সময়ের আগেই বর্ষা ঢুকেছিল (২৯ মে) দেশে।

বাকি সব বছরই কিছুটা দেরিতেই দেশে প্রবেশ করেছে বর্ষা।এই বছরও বেতিক্রম নয়। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে এই বৃষ্টিপাত হয়। বাংলায় এই মৌসুমি বায়ু প্রবেশের স্বাভাবিক সময় ১০ জুন।

এ বছর কেরলে ৪ দিন দেরিতে বর্ষা ঢোকার কারণে বাংলার ক্ষেত্রেও দেরি হতে পারে। তবে দেশ জুড়ে এই বছর পর্যাপ্ত বৃষ্টিপাত হবে,এমনটাই আশ্বাস দিয়েছে হাওয়া অফিস।