সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বছরের প্রথম সূর্যগ্রহণ ক’বে? জ্যোতিষ হি’সে’বে কোন কোন রাশি উপকৃত হবে জেনে নিন

বিজ্ঞানীরা জানিয়েছেন বছরের প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে ২০ই এপ্রিল। বৈজ্ঞানিকদের মতে সূর্যগ্রহণ একটি জ্যোতির্বিদ্যা সংক্রান্ত ঘটনা।অন্যদিকে জ্যোতিষশাস্ত্র মতে সূর্য গ্রহণ সমস্ত রাশিচক্রকে প্রভাবিত করে।

সূর্যগ্রহণটি কখন ঘটবে ও কোথায় কোথায় দৃশ্যমান হবে? ২০২৩ সালের প্রথম সূর্যগ্রহণ দেখা যাবে ২০ এপ্রিল সকাল ৭ টা ০৪ মিনিট থেকে ১২ টা ২৯ মিনিট পর্যন্ত।

কম্বোডিয়া, চিন, আমেরিকা, সিঙ্গাপুর, থাইল্যান্ড, অ্যান্টার্কটিকা, অস্ট্রেলিয়া, ভিয়েতনাম, তাইওয়ান, পাপুয়া নিউ গিনি, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, দক্ষিণ ভারত মহাসাগর এবং নিউজিল্যান্ডের বিভিন্ন জায়গা থেকে গ্রহণটি দৃশ্যমান হবে।

আরো খবর: দুঃ’খজ’ন’ক খবর, পথ দু’র্ঘ’ট’না’য় মৃ’ত্যু হলো বিশেষ ভাবে স’ক্ষ’ম Youtuber অমিত মন্ডলের

তবে ভারতে এই সূর্যগ্রহণ দেখা যাবে না।বৃহস্পতিবারের এই গ্রহণটি কঙ্কনকৃতি সূর্যগ্রহণ। গ্রহণটি ঘটবে মেষ ও অশ্বিনী নক্ষত্রে। মেষ রাশি হল সূর্যের উচ্চ চিহ্ন এবং অশ্বিনী হল কেতুর নক্ষত্র, তাই এই গ্রহণের তীব্র প্রভাব পড়তে চলেছে সকল রাশির ক্ষেত্রেই। যেসব রাশির জন্য গ্রহনটি শুভ হতে চলেছে সেগুলি হল –

বৃষ রাশি- জ্যোতিষীদের মতে বৃষ রাশির জাতকদের জন্য সূর্যগ্রহণ অত্যন্ত শুভ। সূর্যগ্রহণের ইতিবাচক প্রভাব পড়বে এদের জীবনে।বেতন বৃদ্ধির সঙ্গে কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনাও রয়েছে।