সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পূ’বা’লী হাওয়া’য় কে’ম’ন থা’ক’বে প’রি’বে’শ? জা’নু’ন আবহাওয়া’র পূ’র্বা’ভা’স

পূবালী হাওয়ায় কেমন থাকবে পরিবেশ? জানুন আবহাওয়ার পূর্বাভাস

শেষ পর্যন্ত কিছুটা হলেও স্বস্তি, এমনটা বলাই যায়। কারণ গত কয়েকদিন থেকে ঝড় বৃষ্টি হয়ে চলেছে দক্ষিণ বঙ্গে। কিন্তু সেই পালা এখনই শেষ হয় নি। কারণ ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, আগামী ২ দিন তাপমাত্রা কমার পেছনে কারণ হয়ে দাঁড়াবে পূবালী হাওয়া ও হাল্কা মাঝারী বৃষ্টি।

আসলে আজ বুধবার থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বিশেষ করে কলকাতার আশেপাশের জেলাগুলোতে বৃষ্টি শুরু হয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া,মুর্শিদাবাদ, বীরভূম,দুই ২৪ পরগনা, কলকাতা, হুগলি, বর্ধমান, ঝাড়গ্রাম সহ বিভিন্ন জায়গায়। হালকা মাঝারী বৃষ্টির দেখা মিলেছে সকাল থেকেই। শীতের বিদায় নেওয়ার পর থেকে কোনোভাবেই দক্ষিণবঙ্গের তাপমাত্রা নিন্মমুখী হয় নি। কিন্তু এবার কিছুটা হলেও স্বস্তি। যেখানে কলকাতায় তাপমাত্রা ৪০ ডিগ্রী ওপরে উঠেছিল, সেখানে এখন তাপমাত্রা নেমেছে ৩২ ডিগ্রীর ঘরে। যা এক দারুণ খবর দক্ষিণবঙ্গ বাসীদের উদ্দেশ্যে।

আজ সকাল সকাল আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, আজ বুধবার ৪ ই মে উত্তর ও দক্ষিণবঙ্গে জুড়ে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যার সাথে চলবে বজ্রবিদ্যুত সহ ঝোড়ো হাওয়া। ৫০-৬০ কিমি বেগে এই ঝোড়ো হাওয়া বইবে বলেও অনুমান করা হচ্ছে। কলকাতা সহ বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা প্রায় এই সপ্তাহ জুড়েই এমনটাই মনে করা হচ্ছে।

এদিকে আবার উত্তরবঙ্গেও আগামী ৪৮ ঘন্টা জুড়ে বৃষ্টির পরিবেশ রয়েছে। বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুত সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। য্আর কারণে তাপমাত্রা ফের কমের দিকেই যাবে বলে মনে করা হচ্ছে। কিন্তু হয়তো আগামী সপ্তাহ থেকেই আবহাওয়ার এক বড় পরিবর্তন ঘটবে উত্তরবঙ্গে যেটা হয়ত গরমের দিকেই এগোবে।