সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পশ্চিমি ঝ’ঞ্ঝা’র দরুন আবহাওয়ার রদবদল, কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা? কি বলছে হাওয়া অফিস?

শীত চলে যাবার মুখে আর ঠিক এই সময় আসছে পশ্চিমী ঝঞ্ঝা। বৃহস্পতিবার অন্যান্য দিনের তুলনায় পারদ ছিল চড়া। আগামী পাঁচ দিন এভাবেই তাপমাত্রা বাড়তে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। পশ্চিম ভারতের বেশ কয়েকটি রাজ্যে বৃষ্টি এবং তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে কয়েক ডিগ্রি বেড়ে গিয়েছে তাপমাত্রা। আগামী ৪৮ ঘণ্টা সকাল বেলা ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা বেপাত্তা হবে। তবে বৃষ্টির কোন সম্ভাবনা নেই আকাশ মেঘমুক্ত থাকবে। দিন এবং রাতের তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাবে রাতের দিকে যে ঠান্ডা অনুভূত হয় সেটা আর হবে না আজ থেকে।

কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের শীতের আমেজ আর নেই বললেই চলে। আগামী ৪৮ ঘন্টায় কুয়াশার দাপট বাড়বে। সকালে কুয়াশা হলেও দুপুরের দিকে আর ঠান্ডার আমেজ থাকবে না। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী তিন-চার দিন হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে।

আরো খবর: কিমের মেয়ের নামে অন্য কেউ কন্যার নাম রাখলেই কে’ল্লা’ফ’তে! উত্তর কোরিয়ায় জা’রি ফ’তো’য়া

দক্ষিণ বঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা মেদিনীপুর কলকাতা হাওড়ায় একই রকম আবহাওয়া থাকবে। শনিবার থেকে তাপমাত্রা আরো বাড়বে কয়েকগুণ। উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গে তাপমাত্রা বৃদ্ধি পাবে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে থাকবে ৩০ ও কুড়ি ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

বৃহস্পতিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ছিল এক ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৮৮ শতাংশ। ত্রিপুরায় রয়েছে একটি পশ্চিমী ঝঞ্ঝা।

জেড স্ট্রিম উইন্ডের প্রভাবে আগামী কয়েক দিন হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে পূর্ব ভারত ও উত্তর ভারতের কয়েকটি জায়গায়।