সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অর্পিতার ফ্ল্যা’টে থা’কা কুকুরদের উ’দ্ধা’র করা নিয়ে ED-কে চিঠি স্বেচ্ছাসেবী সংগঠনের

অর্পিতা মুখোপাধ্যায় এর এই মুহূর্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হেফাজতে আছেন। এদিকে তার ফ্ল্যাটে রয়েছে একাধিক সারমেয়। দামি প্রজাতির এই সারমেয়রা অনাদরে পড়ে রয়েছে অর্পিতার ফ্ল্যাটে। তাদের উদ্ধারের জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে চিঠি দিয়েছে বর্ধমানের একটি পশু প্রেমী সংগঠন।

বর্ধমানের ওই সংগঠনের কর্ণধার অভিজিৎ মুখোপাধ্যায় শনিবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডিকে চিঠি লিখেছেন। তিনি বলেছেন যত তাড়াতাড়ি সম্ভব ওই সারমেয় গুলিকে উদ্ধার করতে হবে।। তাদের চিকিৎসা করানোর জন্য আবেদন জানিয়েছেন তিনি।

অর্পিতার ফ্ল্যাটে উন্নত প্রজাতির ১৬ টি কুকুর রয়েছে বলে জানানো হয়েছে। এরমধ্যে ইংলিশ বুলডগ, ল্যাব্রাডর এর মতো প্রজাতির পুকুর আছে। যাদের দাম প্রায় কয়েক লক্ষ টাকা।

আরো পড়ুন: কি অবস্থা, নকল পাস বই নিয়ে ব্যাংকে টা’কা তুলতে গিয়ে ধৃ’ত প্র’তা’র’ক!

এই সারমেয়রা অর্পিতার তত্ত্বাবধানে থাকতো। তাদের দেখাশোনা করার জন্য দু চারজন কেয়ারটেকার রাখা হয়েছিল। কিন্তু অর্পিতা গ্রেফতার হওয়ার পর থেকে তারা বেপাত্তা হয়ে গিয়েছেন।

বর্তমানে রীতিমতো অসহায় অবস্থায় ফ্ল্যাটের মধ্যে বন্দী হয়ে দিন কাটাচ্ছে এই নিরীহ প্রাণীগুলো। গত ৩-৪দিন ধরে তারা আদৌ খেতে পারছে কিনা বা কি পরিস্থিতি রয়েছে সেই নিয়ে উদ্বিগ্ন ফ্ল্যাটের বাসিন্দারা।