Home রাজ্য লোকাল ট্রেনেও চালু হ’চ্ছে টিভি পরিষেবা, বড় পদক্ষেপ পূর্ব রেলের

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

লোকাল ট্রেনেও চালু হ’চ্ছে টিভি পরিষেবা, বড় পদক্ষেপ পূর্ব রেলের

যাত্রী স্বাচ্ছন্দের কথা ভেবে এবার এক বড় পদক্ষেপ নিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ। সোমবার থেকে হাওড়া ডিভিশনের লোকাল ট্রেনে এলইডি টিভি পরিষেবা চালু করা হয়েছে। এর ফলে যাত্রীদের একঘেয়েমি যাত্রাতে বিনোদন আসবে।

মেট্রো স্টেশনে যেমন টিভি থাকে তেমনি লোকাল ট্রেনের ভেতরেও টিভি চালানোর ব্যবস্থা করা হয়েছে। সোমবার থেকে হাওড়া ডিভিশনে এই পরিষেবা চালু করা হচ্ছে। হাওড়ার 50 টি রেকে পর্যায়ক্রমে এলইডি টিভি বসানো হবে।

প্রত্যেক কামরাতে চারটি করে এলইডি টিভি বসানো হচ্ছে। সোমবার সকাল 11 টা 15 মিনিটে হাওড়া ব্যান্ডেল লোকালে প্রথম এই পরিষেবা চালু করা হচ্ছে।

আরো পড়ুন: ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে স’র্বো’চ্চ করদাতার খে’তা’ব পেলেন অক্ষয় কুমার, দেওয়া হ’লো বিশেষ সন্মান

এই পরিষেবা চালু করার জন্য একটি প্রাইভেট সংস্থাকে বরাত দিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ। এর জন্য রেলের থেকে কোন খরচ হচ্ছে না। উপরন্তু রেলের কোষাগারে টাকা ঢুকতে চলেছে।

টিভির ৭০% জুড়ে এই সংস্থা নিজেদের নানা অনুষ্ঠান এবং বিজ্ঞাপন প্রচার করবে। বাকি ৩০ শতাংশে রেলের সতর্কবার্তা, কর্মসূচি এবং পরের স্টেশনের নাম যাত্রীদের জানানো হবে।

গোটা দেশের মধ্যে একমাত্র মুম্বাইতে এই পরিষেবা রয়েছে। মুম্বাইয়ের পর এবার হাওড়া ডিভিশনেও এই ব্যবস্থা চালু হচ্ছে। যাত্রীদের একঘেয়েমি কাটানোর উদ্দেশ্যে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।যাত্রীরও এতে ভীষণ খুশি।