Home রাজ্য কোমরে লুকিয়ে পা’চা’রে’র চেষ্টা! পাচারকারীদের কা’ন্ড দেখে হ’ত’বা’ক শুল্ক দপ্তর

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কোমরে লুকিয়ে পা’চা’রে’র চেষ্টা! পাচারকারীদের কা’ন্ড দেখে হ’ত’বা’ক শুল্ক দপ্তর

কোমড়ে লুকিয়ে সোনা পাচার করতে গিয়েধরা পরল কাস্টমস বিভাগের কাছে। বিপুল পরিমাণ সোনা লুকিয়ে পাচার করার পরিকল্পনা থাকলেও তার সফল হল না, কারণ সেখানে বাধা হয়ে দাঁড়ালো কাস্টমস বিভাগের আধিকারিকরা।

মোট ৮২ লক্ষ টাকার সোনা উদ্ধার করল কাস্টমস বিভাগের আধিকারিকরা। ধৃতদের পাকরাও করার পরে, আধিকারিকরা জানায়,হাওড়া থেকে বারাণসী যাওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু তাদের সেখানেই পাকরাও করা হয়।

হাওড়া ব্রিজের কাছে কাস্টমস বিভাগের আধিকারিকরা তাদের সোনার বার সমেত পাকরাও করে। দুবাই থেকে আনা সোনাও উদ্ধার করা হয়েছে কলকাতায়।

আরো পড়ুন: অনুব্রতর রক্ষাকবচের আ’বে’দ’ন খা’রি’জ হাইকোর্টে

গত ২ রা মার্চ ৫.২ লক্ষ টাকার সোনা উদ্ধার করা হয়েছে শহর থেকে। সেই ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। মেটিয়াব্রুজ বিচলি ঘাটে একটি গোল্ড টেস্টিং সেন্টার থেকে উদ্ধার করা হয়েছিল সেই সোনা।

এটাই কিন্তু শেষ নয়, এর আগেও কলকাতার বুকে অনেক জায়গা থেকেই এমন চোরাপথে পাচার করা সোনা উদ্ধার করা হয়েছে।নলিনী শেঠ রোড বড়বাজার থেকে সোনার বার ও নগদ টাকা উদ্ধার করা হয়েছিল।

ইতিমধ্যেই গোয়েন্দা দপ্তর তদন্ত শুরু করেছে। এত চোরা পথে সোনার বার , টাকা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল। তবে অনুমান করা হচ্ছে, হয়ত সোনা বেঁচেই এই টাকা পেয়েছিল তারা। গত ২৩ ফেব্রুয়ারি শরীরের মধ্যে সোনা ঢুকিয়ে পাচার করার মতো অভিযোগ পর্যন্ত উঠেছে।