সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আজ রাত বড়ো, দিন ছোটো

বিভিন্ন সময়ে গোটা পৃথিবীতে এমন এমন ঘটনা ঘটেছে যা আমাদের প্রতি মুহূর্তে বেশ অবাক করে তুলেছে। এরকমই একটি অদ্ভুত ব্যাপার ঘটতে চলেছে পৃথিবীতে। পৃথিবীতে হতে চলেছে একই দিনে উইন্টার সলস্টাইস এবং সামার সল্টস্টাইস।

নর্দান হেমিস্ফিয়ারে দেখা যাবে শীতকালীন অয়নকাল এবং অন্যদিকে সার্দান হেমিস্ফিয়ারে দেখা যাবে গ্রীষ্মকালীন আয়নকাল। একইদিন এই দুটি জায়গাতে দেখা যাবে দিন বড় রাত ছোট এবং দিন ছোট রাত বড়। এই বিষয়টির উপর ভিত্তি করে জ্যোতির্বিজ্ঞান দাবি করেছেন যে যেহেতু সূর্য থেকে পৃথিবীর অক্ষ বেশি বেঁকেছে সেই কারণেই এই ধরনের পরিবর্তন পরিলক্ষিত হবে।

মঙ্গলবার এই বিশেষ পরিবর্তনটি দেখা যাবে পৃথিবীতে। মহাকাশের এই ধরনের পরিবর্তনের জন্য গোটা পৃথিবীতে একই দিনে দুই জায়গাতেই দেখা যাবে আবহাওয়ার এই রকমের পরিবর্তন।