সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

জেলা থেকে দুই’জন প্রতি’মন্ত্রী পাও’য়ায় উ’চ্ছ্বা’স তৃ’ণ’মূ’ল ক’র্মী সম’র্থ’ক’দে’র ম’ধ্যে

জেলা থেকে দুইজন প্রতিমন্ত্রী পাওয়ায় উচ্ছ্বাস তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে

মালদা , ৩ আগস্ট : মালদা জেলা থেকে দ্বিতীয় মন্ত্রি হিসেবে শপথ নিলেন তাজমহল হোসেন। পূর্ণ মন্ত্রী না হলেও দুইজন প্রতিমন্ত্রী পেল মালদা জেলা। সেচ দপ্তরের প্রতিমন্ত্রী ছিলেন সাবিনা ইয়াসমিন। এবার মন্ত্রিত্ব পেলেন হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তাজমুল হোসেন। প্রতিমন্ত্রী হলেন তিনি। বুধবার রাজ ভবনে মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তিনি।

আর এই খবর পাওয়ার পর বাঁধভাঙ্গা উচ্ছ্বাস দেখা গেল হরিশ্চন্দ্রপুরের তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে। উৎসবের আবহ দেখা গেল হরিশ্চন্দ্রপুর তৃণমূল কংগ্রেস কার্যালয়ের সামনে। ডিজে বাজিয়ে সবুজ আবির উড়িয়ে উচ্ছাসে মাতেন তৃণমূলের নেতা কর্মী ও সমর্থকরা। সঙ্গে তারা মুখ্যমন্ত্রীকে জানালেন অসংখ্য ধন্যবাদ। হরিশ্চন্দ্রপুরের কাছে এটা গর্বের দিন বলে মত তৃণমূল নেতাদের। এর ফলে এলাকার উন্নয়ন আরো ত্বরান্বিত হবে বলে জানান তারা। সাথে পঞ্চায়েত ভোটের আগে কর্মী সমর্থকদের মধ্যে আত্মবিশ্বাস আরও বেশি বাড়বে বলে মনে করেন তারা। দলীয় কার্যালয়ে উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বুলবুল খান, জম্মু রহমান, যুব নেতা জিয়াউর রহমান,মনোতোষ ঘোষ সহ এলাকার অন্যান্য তৃণমূল নেতৃত্ববৃন্দ এবং কর্মী সমর্থকরা। তারা আত্মবিশ্বাসী তাদের বিধায়কের উপর মুখ্যমন্ত্রী যে আস্থা রেখেছেন বিধায়ক তার সঠিক মান রাখবেন।

জেলা তৃণমূল সাধারণ সম্পাদক বুলবুল খান বলেন,” আজ আমাদের খুব আনন্দের দিন। আমরা সকলে আজ গর্বিত। তাজমুল দা দিদির খুব কাছের লোক। তাই আমাদের একটা আশা আগে থেকেই ছিল। বিগত লোকসভা এবং বিধানসভা ভোটে হরিশ্চন্দ্রপুর থেকে তৃণমূল বড় লিড পেয়েছিল। পঞ্চায়েত ভোটের আগে কর্মী সমর্থকদের মধ্যে আত্মবিশ্বাস আরো বেড়ে যাবে।

জেলার তৃণমূল সাধারণ সম্পাদক জম্মু রহমান বলেন,” আমরা লাইভ দেখছিলাম। খুব আনন্দ হয়েছে। আমাদের বিধায়কের দায়িত্ব আরো বেড়ে গেল। যেমন ভাবে এলাকার কাজ করবেন তেমন সারা রাজ্যের কাজ এখন ওনাকে করতে হবে। আমাদের কাছে সত্যিই খুব গর্বের এবং আনন্দের দিন। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ এই ভরসা রাখার জন্য।

তৃণমূল সরকার আসার পর পূর্ণ মন্ত্রিত্ব পেয়েছিলেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এবং সাবিত্রী মিত্র।তবে দ্বিতীয়বার তৃণমূল সরকার গঠনের সময় মালদা থেকে তৃণমূলকে শূন্য হাতে ফিরতে হয়েছিল। এ বছর তৃতীয় তৃণমূল সরকার আসার পর প্রতিমন্ত্রী হন সাবিনা ইয়াসমিন। এবার মালদার দ্বিতীয় প্রতি মন্ত্রী পদ পেলেন তাজমুল হোসেন। তাতেই খুশি হরিশ্চন্দ্রপুর এলাকার তৃণমূল নেতাকর্মী ও সমর্থকরা।