সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

উচ্চ প্রাথমিকে নি;য়ো’গে ইন্টারভিউয়ের দিনক্ষণ ঘো’ষ’ণা করলো SSC

কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপে অবশেষে আপার প্রাইমারিতে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে জট কাটলো। এবার স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকেও নির্বিঘ্নে ইন্টারভিউয়ের দিন ঘোষণা করা হলো। স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে জানানো হয়েছে যে আগামী সপ্তাহ থেকেই উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে। চাকরিপ্রার্থীদের নিয়োগ প্রক্রিয়াও আগামী সপ্তাহ থেকেই শুরু হয়ে যাবে বলে আশ্বাস দিয়েছে কমিশন।

উল্লেখ্য সম্প্রতি আপার প্রাইমারিতে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার জন্য প্রকাশিত মেধা তালিকা নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন চাকরিপ্রার্থীদের একাংশ। এই মেধাতালিকায় কারচুপির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তারা। তবে হাইকোর্ট অবশ্য চাকরিপ্রার্থীদের সেই দাবি খারিজ করে দেয়। যার ফলে বড়সড় স্বস্তি পায় রাজ্য সরকার। অপরপক্ষে দীর্ঘদিন ছাড়া নিয়োগের জন্য অপেক্ষা করছিলেন তারাও স্বস্তি পান।

এদিকে বিক্ষোভ প্রদর্শনকারী চাকরিপ্রার্থীদেরও বিমুখ করা হয়নি। কমিশনের তরফ থেকে জানানো হয়েছে যে মেধা তালিকায় নাম ওঠেনি বলে যারা অভিযোগ জানাচ্ছেন তারা প্রয়োজন মনে করলে কমিশনের কাছে আবেদন জানাতে পারেন। কমিশন আরও জানিয়েছে যে আগামী ১২ সপ্তাহের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এসএসসির চেয়ারম্যান শুভঙ্কর সরকার অবশ্য জানিয়েছেন, সাম্প্রতিককালে প্রকাশিত মেধাতালিকায় যদি কেউ বাদ পড়েছেন বলে মনে করেন তাহলে তারা এসএসসি অফিসে এসে হার্ড কপি দিয়ে আবেদন জানাতে পারেন।

এছাড়াও চাকরিপ্রার্থীরা মনে করলে রেজিস্ট্রি পোস্টে বা ইমেল করে নিজেদের অভিযোগ জানাতে পারেন বলে জানানো হয়েছে। মঙ্গলবার এসএসসির ওয়েবসাইটে নির্দিষ্ট অভিযোগ জানানোর ইমেল আইডি দিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন এস এস সি বোর্ডের চেয়ারম্যান। ২০১৬ সালে যারা পরীক্ষা দিয়েছিলেন, এতদিনে তাদের বয়স ৪০ বছর পেরিয়ে গেলেও যোগ্য প্রার্থীদের আবেদন বিবেচনা করে দেখা হবে বলে জানানো হয়েছে।