সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

নবম থেকে দ্বাদশ শ্রেণী প’র্য’ন্ত স্কুল খু’ল’ছে, স’ম্ম’তি জানালেন মমতা

পশ্চিমবঙ্গে অবিলম্বে স্কুল খুলতে চায় রাজ্য স্কুল দপ্তর। স্কুল খোলার বিষয়ে আজ শুক্রবার মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদীর কাছে পৌঁছল শিক্ষা দপ্তরের প্রস্তাব। প্রাথমিকভাবে নবম থেকে দ্বাদশ পর্যন্ত স্কুল চালু করতে চাইছে শিক্ষাদপ্তর। স্বাস্থ্য দপ্তরে সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে নবান্ন। সূত্রে খবর, ঘনিষ্ঠ মহলে এই প্রস্তাবে সম্মতি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত, লকডাউনের ফলে স্কুল বন্ধ থাকার কারণে অনলাইন মাধ্যমে পড়াশোনা করতে হচ্ছে ছাত্র ছাত্রীদের। তবে এই মাধ্যমে পড়াশোনা করতে গিয়ে বিভিন্ন অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে পড়ুয়াদের। অনেক সময় ইন্টারনেট পরিষেবা ব্যাহত হওয়ায় ঠিক ভাবে ক্লাস করতে পারেনা পড়ুয়ারা।

তার উপর সম্প্রতি মূল্যবৃদ্ধি হয়েছে মোবাইল পরিষেবায়, যার ফলে লকডাউনে কাজ হারিয়ে বিপাকে পড়তে হচ্ছে অভিভাবকদেরও। এছাড়াও মোবাইল হাতে পেয়ে পড়াশোনা থেকে মন উঠেছে বহু পড়ুয়াদেরও। তাই এই সময় শিক্ষকরা পড়ুয়াদের পাশে থেকে খেয়াল রাখলে তাদের পরীক্ষা দিতে সুবিধা হবে বলেই মত শিক্ষকদের।