সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এই রাশির জাতক-জাতিকারা র’হ’স্য উন্মোচন করতে সিদ্ধহস্ত, এরা জন্মসূত্রেই গো’য়ে’ন্দা

গোয়েন্দা কাহিনী পড়তে বা দেখতে অনেক মানুষই পছন্দ করে। আমরা প্রত্যেকেই কোনো না কোনো দিক থেকে রহস্যের গন্ধ পাই। যে কারোর উৎসাহ পেলেই আমাদের মধ্যেকার ফেলুদা জেগে ওঠে। জ্যোতিষশাস্ত্রের মতে, আমাদের ব্যক্তিত্বের অনেকটাই আমাদের রাশির ওপর নির্ভর করে। এমন কয়েকটি রাশি আছে, যে রাশির জাতক-জাতিকাদের ভালো গোয়েন্দা হওয়ার লক্ষণ প্রকাশ পায়। চলুন, সেই রাশিগুলি সম্বন্ধে জেনে নেওয়া যাক।

১. ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১

এঁরা খুব রহস্যপ্রেমী হন। সব কিছুতেই এঁরা রহস্যের গন্ধ পান। রহস্য সমাধানের ক্ষেত্রে এঁরা খুব ধৈর্যশীল হন। যে কোনও বিষয়েই এঁদের কৌতূহল প্রচুর। তবে এঁদের ব্যবহারে কোনরকম উত্তেজনা প্রকাশ পায় না।

২. বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১

এঁরা ভীষণ চুপচাপ স্বভাবের। এঁদের উদ্দেশ্য সহজে কেউ বুঝতে পারেন না। এঁরা নিজের কথা সবসময় গোপন রাখতে চান। কিন্তু ন্যায়বিচারের প্রয়োজনে সেই গোপন কথা এঁরা ফাঁস করে দিতে পিছুপা হন না। দিনকে রাত আর রাতকে দিন করে দিতে বৃশ্চিক রাশির জুড়ি নেই।

৩. বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০

এঁরা যেমন একাধারে খুব বাস্তববাদী তেমন কঠোর পরিশ্রমীও। কোনো কাজে এঁরা তাড়াহুড়ো করে না। এঁরা যে কোনো কাজ খুব ভেবেচিন্তে করেন। যে কোনো কাজের ব্যাপারে মাথা খাটিয়ে খুব সহজেই সমাধান করে ফেলেন। এঁরা সব বিষয়েই ভীষণ সচেতন থাকেন।

৪. কন্যা (Virgo): অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২

এঁদের পর্যবেক্ষণ ক্ষমতা খুব ভালো। এঁরা যে কোনও বিষয়ে গবেষণা করতে পারেন। এই রাশির জাতক-জাতিকাদের সব বিষয়ে সূক্ষ্ম বিশ্লেষণাত্মক জ্ঞান থাকে। নিজের মনের ভাব কখনও ব্যক্ত করেন না, তবে এঁরা অন্যের মনের কথা খুব সহজেই বুঝে নিতে পারেন। ছোট-বড় সব ঘটনার প্রতিই এঁদের বিশেষ নজর থাকে।

৫. মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০

লোকের পেট থেকে কি করে কথা বের করে আনতে হয় তা এঁরা খুব ভালো করেই জানেন। এঁরা খুঁতখু্ঁতে স্বভাবের হন। এঁরা খুব নিখুঁতভাবে পরিস্থিতির বিশ্লেষণ করতে পারেন। তাই অর্থলগ্নির ক্ষেত্রে এঁরা একদম ঠিকঠাক অনুমান করেন।