সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বছরের প্রথম সূর্যগ্রহণ, মে’নে চলুন কিছু জরুরি নি’য়’ম! তোলপাড় হ’তে পা’রে জীবন

২০২২ সালে বেশ কিছু গ্রহণ রয়েছে ৷ নতুন বছরে চার-চারটি গ্রহণ হবে । সেই কারণেই গ্রহণের সময়ে কোনও শুভ কাজ না করার কথা বারেবারে বলা হয়। যার মধ্যে দুটি সূর্যগ্রহণ ও দুটি চন্দ্রগ্রহণ আছে ৷ হিন্দুধর্মে গ্রহণ অত্যন্ত অশুভ বলেই মনে করা হয়।

এমনকী এই সময়ে পুজোপাঠও করা চলেনা একদমই ৷ ২০২২ এর প্রথম সূর্যগ্রহণ ৩০ এপ্রিল ২০২২ ৷ সেই কারণেই গ্রহণের সময়ে কোনও শুভ কাজ না করার কথা বারেবারে বলা হয় ৷

এই গ্রহণের প্রভাব ভারতে আংশিক থাকবে ৷ এই সূর্যগ্রহণ দক্ষিণ ও পশ্চিম আমেরিকা, প্রশান্ত মহাসাগার, আন্টাকর্টিকা থেকে দেখতে পাওয়া যাবে ৷ ২০২২ সালের দ্বিতীয় সূর্যগ্রহণ ২৫ অক্টোবর শনিবার হবে ৷

ভারতীয় সময়ে এই সূর্যগ্রহণ বিকেল ৪.২৯ থেকে ০৫.৪২ পর্যন্ত চলবে ৷ দ্বিতীয় গ্রহণ আংশিক হবে। ইউরোপ, দক্ষিণ-পশ্চিম এশিয়া থেকে দেখতে পাওয়া যাবে ৷ ভারত থেকে এই গ্রহণ দেখতে পাওয়া যাবেনা।