Home রাজ্য বিস্ময়কর ঘ’ট’না, টগর গাছে ফু’ট’লো জবা ফুল

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বিস্ময়কর ঘ’ট’না, টগর গাছে ফু’ট’লো জবা ফুল

আম গাছে কি কাঁঠাল ফলে? এই প্রশ্নের জবাব কম বেশী সকলেরই জানা। তবে বর্তমান এই পৃথিবীতে অসম্ভব বলে কিছুই নেই। কারণ আম গাছে কাঁঠাল বা জাম ফলুক না ফলুক, টগর গাছে জবা ফুল ফুটতেই পারে! ঘটনাটি অবিশ্বাস্য মনে হলেও এমনটাই সত্যি। তার নিদর্শন রইলো পূর্বস্থলীর কৈবর্তপাড়ায়।

সম্প্রতি পূর্বস্থলীর কৈবর্তপাড়ায় এক গৃহস্থের বাড়িতে টগর গাছে জবা ফুল ফুটে গেল। রবিবার সকালে গৃহিণী পার্বতী ঘোষ পুজোর জন্য টগর গাছ থেকে ফুল তুলতে যান। সেই সময় টগর গাছ দেখেই তার চক্ষু চড়কগাছ। প্রথমে তিনি ভেবেছিলেন ছোটরা হয়তো মজা করে টগর গাছে জবা ফুল দিয়ে গিয়েছে। তবে ফুলের গাছে হাত দিতেই তার ভুল ভাঙ্গে। গাছের ডালেই ফুটে রয়েছে জবাফুলটি।

চূড়ান্ত বিস্মিত হয়ে তিনি পরিবারের সদস্যদের ডেকে আনেন। এরপর এই বিস্ময়কর ঘটনার কথা মুখে মুখে চতুর্দিকে ছড়িয়ে পড়ে। বিষয়টি মোটেও স্বাভাবিক নয়। সেই ‘বিস্ময় ফুল’ একবার নিজের চোখে দেখার জন্য ওই বাড়িতে ভিড় জমাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। সকলেই একবাক্যে স্বীকার করছেন এমন ঘটনা তারা আগে কখনো দেখেননি।

প্রতিবেশীদের দাবি, এই ফুল আসলে ঈশ্বরের দান। এই ফুলের মাধ্যমে ঈশ্বর বার্তা জানিয়েছেন। তবে বিজ্ঞান মঞ্চ অবশ্য সে কথা মানতে নারাজ। তাদের দাবি, ওই বাড়িতে টগর এবং জবা গাছের কলম করানো হয়েছিল। তাই এমন ফুল ফুটেছে। যদিও পরিবারের সদস্যরা এই কথা মানতে নারাজ।