সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বাংলার সব ম’দে’র দোকানে ব’স’ছে বি’শে’ষ সিস্টেম, বড়ো উ’দ্যো’গ আবগারি দপ্তরের

মদের দোকানে মদ কিনে ফেরার সময় অনেক ক্রেতা ক্যাশ মেমো নিচ্ছেন না। আবার বিক্রেতাদের ক্ষেত্রেও এক্ষেত্রে গাফিলতি লক্ষ্য করা যাচ্ছে। কাজেই রাজ্য কত মদ কেনাবেচা হচ্ছে তার হিসেব স্পষ্ট রাখা সম্ভব হচ্ছে না। এমতাবস্থায় এক নতুন সিস্টেম চালু করতে চলেছে রাজ্যের আবগারি দপ্তর যা এই সমস্যার সমাধান করবে।

এবার থেকে বাংলার সব জায়গাতে সরকারি লাইসেন্স প্রাপ্ত খুচরো মদের দোকানে পয়েন্ট অফ সেল নামের একটি সিস্টেম বসানো হতে চলেছে। রাজ্যের আবগারি দপ্তর ঠিক করেছে এই পরিষেবা দিতে পারে এমন সংস্থা তৈরি করা হবে যেখানে যে কোনো সংস্থাকে নিজের দোকানের জন্য বাছাই করে নিয়োগ করতে পারবেন খুচরো ব্যবসায়ীরা।

মদের ব্যবসার পিওএস পরিষেবা দিতে ইচ্ছুক সংস্থাগুলোর থেকে ইতিমধ্যেই দরপত্র চেয়ে পাঠিয়েছে আবগারি দপ্তর। আবগারি দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে 24 জানুয়ারির মধ্যেই শর্তসাপেক্ষে আবেদন জমা দিতে পারবে সংস্থাগুলি। মদের দোকানের পাশাপাশি বিভিন্ন পানশালারকেও এক্ষেত্রে প্যানেলভুক্ত সংস্থা থেকে বেছে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে।

মদ বিক্রির সমস্ত ক্যাশ মেমোতে দোকানের নাম, মদ বিক্রির দিনক্ষণ, ব্রান্ডের নাম এবং পরিমাণসহ প্রয়োজনীয় তথ্য উল্লেখ করতে হবে। বর্তমানে বহু ক্রেতা ডেবিট এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে মদের দাম দিচ্ছেন। কিন্তু অনেক দোকানে এই পরিষেবা মিলছে না। পরিষেবা পেতে ইচ্ছুক আবেদনকারী সংস্থাগুলিকে 100 নম্বরের একটি পরীক্ষা দিতে হবে যেখানে ন্যূনতম 50 শতাংশ পেতে হবে। তাদের নিয়ে তৈরি করা হবে প্যানেল। সেই ভিত্তিতেই হবে নিয়োগ।