সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

পাহাড়ের রানী দার্জিলিংয়ে ফে’র তুষারপাত, কনকনে ঠা’ন্ডা’য় কাঁ’প’ছে উত্তরবঙ্গ

ফের তুষারপাত দার্জিলিংয়ে; কনকনে ঠাণ্ডায় কাঁপছে দার্জিলিংয়ের ঘুম, জোরবাংলো এলাকায়। এদিন বৃহস্পতিবার তুষারপাত হয়েছে। তাপমাত্রা নেমে এসেছে প্রায় ২-৩ ডিগ্রি সেলসিয়াসে। কনকনে ঠাণ্ডায় কাঁপছে পাহাড়। কুইন অফ হিলস বা পাহাড়ের রানি দার্জিলিংয়ে এদিন একাধিক জায়গায় সাদা তুষারের চাদরে ঢেকে গিয়েছে।

 দার্জিলিংয়ে তুষারপাতের ফলে ডুয়ার্সেও প্রবল শীতের আমেজ। সকাল থেকেই কুয়াশায় ঢেকে রয়েছে বহু এলাকা। কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে বেশিরভাগ উত্তরের জেলাতেই।

এদিন টাইগারহিলেও তুষারপাত হয়েছে। ফলে প্রবল ঠান্ডা অনুভূত হচ্ছে পাহাড়ে। গত ডিসেম্বরের বড়দিনেই পাহাড়ে বহু বছর পর দারুণ তুষারপাত হয়েছিল। পর্যটকেরাও সেই তুষারপাতের আনন্দ উপভোগ করতে পেরেছিলেন। দার্জিলিংয়ের একাধিক জায়গায় আচমকা তুষারপাতে অবাক হয়েছিলেন সকলে। দক্ষিণবঙ্গে যেখানে ঠান্ডার আসা-যাওয়া লেগেই রয়েছে, সেখানে দার্জিলিংয়ে নতুন করে তুষারপাত হওয়ায় দারুণ খুশি সেখানকার বাসিন্দারা। এমন দৃশ্য প্রতি বছর পাওয়া যায় না।

 গত ডিসেম্বরের বড়দিনেই পাহাড়ে বহু বছর পর দারুণ তুষারপাত হয়েছিল। পর্যটকেরাও সেই তুষারপাতের আনন্দ উপভোগ করতে পেরেছিলেন। দার্জিলিংয়ের একাধিক জায়গায় আচমকা তুষারপাতে অবাক হয়েছিলেন সকলে।

করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ায় অবশ্য এখন পাহাড়ের পর্যটন বন্ধ রয়েছে অনেকটাই। সে কারণে পর্যটকরা হয়তো খুব বেশি বৃহস্পতিবারের তুষারপাতের অভিজ্ঞতা পাননি। দার্জিলিংয়ে তুষারপাতের ফলে ডুয়ার্সেও প্রবল শীতের আমেজ। সকাল থেকেই কুয়াশায় ঢেকে রয়েছে বহু এলাকা।