Home রাজনীতি শুভাপ্রসন্ন-কুনাল বি’বা’দ তুঙ্গে! কুণালের মন্ত”ব্য নিয়ে কি বলছেন বুদ্ধিজীবী মহল?

সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

শুভাপ্রসন্ন-কুনাল বি’বা’দ তুঙ্গে! কুণালের মন্ত”ব্য নিয়ে কি বলছেন বুদ্ধিজীবী মহল?

বাংলা ভাষাকে নিঃসন্দেহে বলা যায় পৃথিবীর সবথেকে সমৃদ্ধ ভাষা।বিদেশী ভাষার শব্দ আত্তীকরনের কারণে বহু গুণে সমৃদ্ধ হয়েছে আমাদের বাংলা ভাষা। ‘দাওয়াত’ বা ‘পানি’-র মতো উর্দু শব্দগুলিকে বাংলায় ব্যবহারে আপত্তি জানিয়েছেন তৃণমূলপন্থী বুদ্ধিজীবী শুভাপ্রসন্ন। তার এই মন্তব্যের বিরোধিতা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বিতর্কের সূত্রপাত এখান থেকেই। শুভাপ্রসন্ন দাবি করেন, মুখ্যমন্ত্রী নাকি ‘রাজনৈতিক অসুবিধার’ কারণে বিরোধিতা করেছিলেন। দলনেত্রীকে এইরূপ অপবাদ দেওয়াকে মোটেই ভালোভাবে নেন নি তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।তিনি বলেন ‘অত্যন্ত বাড়াবাড়ি’ করছেন শুভাপ্রসন্ন।

তৃণমূল মুখপাত্র তথা দলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ বৃহস্পতিবার জানান যে, ‘শুভাপ্রসন্ন যদি সত্যি মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভাকাঙ্ক্ষী হন, তাহলে তাঁর উচিত এইসব অবাঞ্ছিত মন্তব্য না করা।’

আরো খবর: ডি’ভো’র্সি হলেও এখনো সিঁ’থিতে সিঁদুর পরেন রূপা গাঙ্গুলি, আছে দুটি উল্লেখযোগ্য কারণ

একপ্রকার ব্যাঙ্গ করেই আরও বলেন, ‘দলের কারও ওনার সঙ্গে কথা বলা উচিত, ওনার কোনও সমস্যা হচ্ছে কিনা, জমি বা দলে কোনো পদ লাগবে কি না… সেটা দেখা উচিত।তাহলেই ঝামেলাগুলো আর হয় না।’

মর্মাহত শুভাপ্রসন্ন বলেছেন,’৭৬ বছর বয়সে জীবনের অন্তিম লগ্নে এসে আর কী নেবো?ওকে আমি আমার কাছের মানুষ ভেবেছিলাম।আর কী বা বলব? আমার ত্যাগের কথা সবাই জানেন।’ অন্যদিকে আবুল বাশার বলেছেন ‘কুণালের কথাটা শুনতে ভাল লাগলো না।’